বাংলাদেশ থিংকট্যাংক প্রতিনিধি দলের চীন সফর
2024-05-30 17:20:07

সম্প্রতি বাংলাদেশি থিংকট্যাংকের একটি প্রতিনিধিদল চীন সফর করে। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব শাব্বির আহমদ চৌধুরীর নেতৃত্বে, প্রতিনিধিদলটি বেইজিং, ইয়ুননান, এবং সিছুয়ান প্রদেশ ভ্রমণ করে। চীনের কয়েকটি একাডেমিক সংস্থার সাথে দলের সদস্যদের আলোচনাও হয়। চীন সফর ও বিভিন্ন বিষয় নিয়ে দলের সদস্যদের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে।