‘চিরদিনের প্রেম’
2024-05-30 16:08:12

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী মো ওয়েন ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

মো ওয়েন ওয়েই, ১৯৭০ সালের ২ জুন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

১৯৯৩ সালে মো ওয়েন ওয়েই নিজের প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম ‘ক্যারেন’ প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। ১৯৯৭ সালে মো ওয়েন ওয়েই তাইওয়ান প্রদেশে ‘নিজের মত হওয়া’ অ্যালবাম প্রকাশ করেছেন। এই অ্যালবামের মধ্যে ‘সে আমাকে ভালোবাসে না’ মো ওয়েন ওয়েই-এর প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়।

বন্ধুরা, এখন শুনুন মো ওয়েন ওয়েই-এর গান ‘একাকী প্রেমিকা’। গানের কথায় বলা হয়, নিঃসঙ্গ প্রেমিকা, বোঝার আপ্রাণ চেষ্টা করে। এটি কেবল একটি দুঃখের বিষয়। এটি এত বিরল যে, কেউ যা চায় তা পায়। এটা সত্যিই হতাশাজনক, দুজন মানুষ একে অপরকে যত বেশি ভালোবাসে, একে অপরকে আঘাত করা তাদের পক্ষে তত সহজ। ক্লান্তিকর, যেতে দাও, এর মূল্য নেই, এটি আর চাই না।

তুমি যা নতুন আবিষ্কার করেছো- তা নিয়ে তুমি কি সন্তুষ্ট? একটি মৃদু পরীক্ষা, প্রেমের শারীরিক ভাষা। কঠিন কাউকে ভালবাসার সাথে সুখের কোন সম্পর্ক নেই।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন মো ওয়েন ওয়েই-এর গান ‘বাইরের বিশ্ব’। গানের কথায় বলা হয়, অনেক অনেক দিন আগে, তুমি আমার ছিলে। আমি তোমার পাশে। অনেক অনেক দিন আগে, তুমি আমাকে ত্যাগ করেছ। আকাশে উড়ে যাও। বাইরের জগতটা অসাধারণ বাইরের জগৎ অসহায়। তুমি যখন মনে করো বাইরের জগৎ চমৎকার। আমি এখানে তোমাকে আন্তরিকভাবে কামনা করব।

আচ্ছা, শুনুন এই গানটি।

বন্ধুরা, এখন শুনুন মো ওয়েন ওয়েই-এর গান ‘চিরদিনের প্রেম’। গানের কথায় বলা হয়, বাতাসের মধ্য দিয়ে এসো আমি এখানে আছি। চোখ তুলে আমাকে চিনো। বাধা ভেঙ্গে দিও। সময় ধীর হয় ও দ্রুত যায়। ভাগ্য সবসময় তার পক্ষে থাকে যা মানুষকে খুশি করে। ভিড়ের মধ্যে লুকিয়ে আছে। তুমি আর আমি, মেঘ আর আকাশ কখনো আলাদা হবে না। অনন্তকালের জন্য প্রিয়। হাওয়া-বৃষ্টি সহ্য করে দশ হাজার বছর কেটে গেছে, ফলাফল যাই হোক না কেন, সময় ও স্থান যতই মোড় না কেন, আমি যেখানেই থাকি না কেন তুমি আমার হৃদয়ে বাস করো।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি মো ওয়েন ওয়েই-এর আরেকটি গান। গানের নাম ‘বাসায় ফেরার পথ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মো ওয়েন ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)