সফল স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-১৮ ক্রুরা
2024-05-29 19:15:03

মে ২৯, সিএমজি বাংলা ডেস্ক: কক্ষপথে থাকা চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে নিজেদের প্রথম এক্সট্রাভেহিকুলার অ্যাকটিভিটি তথা স্পেসওয়াক সম্পন্ন করেছেন শেনচৌ-১৮ মিশনের নভোচারীরা। মঙ্গলবার তারা এ স্পেসওয়াক করেন। এ খবর জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি।

প্রায় সাড়ে আট ঘণ্টা স্পেসওয়াক করেন চীনা নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছোং ও লি কুয়াংসু। একসঙ্গে স্পেস স্টেশনে একটি বিশেষ যন্ত্র প্রতিস্থাপন করেছেন তারা, যেটার কাজ হবে পৃথিবীর কক্ষপথে ভাসতে থাকা নানা টুকরো জিনিসপত্রের হাত থেকে মহাকাশ স্টেশনকে সুরক্ষা দেওয়া।

স্টেশনে থাকা একটি রোবোটিক হাত এবং চীনের গ্রাউন্ড স্টেশনে থাকা কর্মীদের সমন্বিত সহায়তায় মিশনটি সম্পন্ন করেন নভোচারীরা।

এটি চীনা মহাকাশচারীদের ১৫তম স্পেসওয়াক। বেইজিং সময় মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে ইয়ে এবং লি কুয়াংসু প্রথম হ্যাচ দরজা খোলেন। এরপর রোবোটিক আর্মটি মাউন্ট করেন নভোচারী ইয়ে। পরে লির সহায়তায়, সরঞ্জামগুলো তিনি গ্রহণ করেন ও পাওয়ার প্রটেকশন র‌্যাক ইনস্টল করতে তারা দুজন ওয়ার্কসাইটে যান।

১২টা ২০ নাগাদ, স্টেশনের বাহ্যিক সরঞ্জাম পরিদর্শনে ইয়ের সঙ্গে যোগ দিতে কেবিন থেকে বের হন লি কুয়াংসু।

 

ফয়সল/শান্তা