মে ২৮: ৭৭তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে গত সোমবার আবারও এমন একটি দৃশ্য মঞ্চস্থ করেছে: সম্মেলনটি স্পষ্টভাবে এজেন্ডায় পৃথক দেশগুলোর প্রস্তাবিত তথাকথিত ‘পর্যবেক্ষক হিসাবে তাইওয়ানকে আমন্ত্রণ করা’র প্রস্তাব আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে অস্বীকার করে। টানা অষ্টম বছরের জন্য, তাইওয়ান কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের বাইরে থাকছে। এটি সম্পূর্ণরূপে প্রমাণ করে যে এক-চীন নীতি জনগণের আকাঙ্ক্ষা। ডিপিপি কর্তৃপক্ষ বহিরাগত শক্তির সাথে যোগসাজশ ও রাজনৈতিক কারসাজি করে বৈশ্বিক জনস্বার্থের ক্ষতি করতে চেয়েছিল। এমন প্রয়াস কখনো ফলপ্রসূ হবে না, ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রচেষ্টার কোন ভবিষ্যত নেই।
কিছু দিন আগে তার শপথগ্রহণের বক্তৃতায়, তাইওয়ানের নেতা লাই ছিং ত্য স্পষ্টভাবে ‘তাইওয়ান প্রণালীর দুই তীরের মধ্যে অনধীনতা’ বলে নতুন তত্ত্ব প্রস্তাব করেছিলেন এবং ‘বিশ্বের তাইওয়ান’ নামে বহিঃশক্তি ব্যবহার করে স্বাধীনতার প্রয়াস চালিয়ে আসছে। এবারের বিশ্ব স্বাস্থ্য সম্মেলন তাদের আন্তর্জাতিক সমাজে নিজের স্বীকৃতি পাওয়ার একটি সুযোগ ছিল।
কিন্তু বিভিন্ন কৌশল ব্যবহার করলেও তা অবশেষে বিফল হয়েছে। কারণ তা এক-চীন নীতি লংঘন করে। এক-চীন নীতি হল জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর এবং বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ২৫.১ নম্বর প্রস্তাব দ্বারা নিশ্চিত করা একটি মৌলিক নীতি এবং তাইওয়ান অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনসহ আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে অংশগ্রহণের পূর্বশর্ত। বিশ্ব স্বাস্থ্য সম্মেলন টানা ৮ বছর ধরে তাইওয়ান-সম্পর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান করা থেকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মগুলো রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক ঐকমত্যকে প্রতিফলিত করে।
তাইওয়ান কর্তৃপক্ষের এই বিষয়ে চিন্তা করা উচিত: কেন তাইওয়ান ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে পর্যবেক্ষক হিসাবে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল, কিন্তু পরে নয়? কারণ ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষ ক্ষমতায় আসার পর ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসের উপর জোর দিয়েছিল এবং এক-চীন নীতিকে কেন্দ্র করে ‘১৯৯২ ঐকমত্য’ অস্বীকার করেছিল। যার ফলে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণের জন্য রাজনৈতিক ভিত্তি আর বিদ্যমান নেই।
তাইওয়ান প্রণালীর দুই পারের মানুষ এক পরিবারের। কেন্দ্রীয় সরকার সব সময় তাইওয়ানের বাসিন্দাদের স্বাস্থ্য-কল্যাণ নিয়ে চিন্তাভাবনা করে। এক-চীন নীতির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য বিষয়ে সঠিক ব্যবস্থাপনার সুযোগ করে দিয়েছে। তাইওয়ানের ‘আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধান’ যোগাযোগ কার্যালয় রয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্রকাশিত তথ্যে সবকিছু পাওয়া যায়। তাইওয়ানের চিকিত্সক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরাও ব্যক্তিগতভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কার্যক্রমে অংশ নিতে পারেন। গত এক বছরে ২১ ব্যাচে ২৪ জন এতে অংশগ্রহণ করেছেন।
বিশ্বে একটিই চীন, আর তাইওয়ান চীনের অংশ। ডিপিপি কর্তৃপক্ষ এবং অল্প কয়েকটি দেশ যতই চেষ্টা করুক না কেন, তারা এই সত্যকে বদলাতে পারবে না। এক-চীন নীতি অটুট, এবং ‘বহিঃশক্তি ব্যবহার করে স্বাধীনতার প্রয়াস’ এবং ‘তাইওয়ানকে ব্যবহার করে চীনকে দমন করার প্রয়াস’ অনিবার্যভাবে ব্যর্থ হবে।
(স্বর্ণা/হাশিম/লিলি)