বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ওয়েন ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
ইয়ু ওয়েন ওয়েন, ১৯৮৯ সালের ৭ নভেম্বর চীনের লিয়াও নিং প্রদেশের তা লিয়ান শহরে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘যুদ্ধ করার সাহস’ প্রকাশিত হয়। একই বছর তাঁর অভিনয় করা ‘অর্ধেক গ্রীষ্মকাল’ প্রচারিত হয়। এটি হল ইয়ু ওয়েন ওয়েনের প্রথমবারের মত টিভি সিরিজ।
২০১৫ সালে ইয়ু ওয়েন ওয়েনের মিনি অ্যালবাম ‘এক রাতের হৃদস্পদন’ বাজারে আসে। ২০১৭ সালে ইয়ু ওয়েন ওয়েন চলচ্চিত্র ‘সাবেক প্রেমিকা’ তে অভিনয় করে সবার কাছে আরো বিখ্যাত হয়ে ওয়েন। ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত, ইয়ু ওয়েন ওয়েন নিজের প্রথম ভ্রাম্যমাণ কনসার্ট আয়োজন করেছেন।
বন্ধুরা, এখন শুনুন ইয়ু ওয়েন ওয়েনের গান ‘যে মানুষ আমাকে ভালোবাসে’। গানের কথাগুলো এমন: শুধু এটি একটি দীর্ঘ সময় পার হয়েছে। কে বলেছে এটি আঘাত করবে না? আমি উদাসীনতার জন্য উত্সাহ বিনিময় করি। শুধুমাত্র এভাবে আমি সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারি। আসলে, অনেক পছন্দ আছে, আমি শুধু আবেগপ্রবণ হতে চাই না। আমি আর সহজে প্রতিশ্রুতি দিতে চাই না। সময় শেষের দিকে শক্ত হয়ে যায়। আমি যে অনুভূতির কথা বলছি তা কেউ বুঝতে পারবে না। এটার মুখোমুখি হতে আমিই একমাত্র বাকি। এই অনুভূতি খুব ক্লান্তিকর এটা আমার হৃদয় ভেঙ্গে দেয়।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ইয়ু ওয়েন ওয়েনের কণ্ঠে ‘অতীত’। গানের কথায় বলা হয়, আমার মনে আছে, আমি জিজ্ঞেস করেছি, ভবিষ্যতে তুমি আর আমি। প্রতিশ্রুতি, তুমি দিয়েছো, তবে পরের জীবনে, আরো বেশি জিজ্ঞাস করলেও কিছুই নেই। অশ্রুতে তুমি, এত ঝাপসা হয়। আমার কল্পনার ফলাফল, সব তোমার প্রেমে হারিয়ে যায়। সময় আমার সংকল্পকে নষ্ট করেছে, আচ্ছা, তুমি চলে যাও, আমি আর তোমাকে রাখবো না। আমি অন্য শহরে নতুন জীবন শুরু করবো।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ইয়ু ওয়েন ওয়েনের গান ‘সময়ের মধ্যে বাড়ি’। গানের কথাগুলো এমন: এটা কি স্বপ্ন? এটা হল আমি সবচেয়ে গভীরভাবে ভালোবাসা তুমি। গায়ে বিয়ের পোশাক, আমাদের সবচেয়ে সুন্দর বয়সে। তোমার মনে আছে কি? আমি তোমার কথা মিস করি। সবসময় তুমি আমার হৃদয়ে আছো। যে কথা মুখে বলতে পারি না, তা সব নোটবুকে লেখা আছে। বাড়ি সেই বাড়ি, তবে তোমার কথা আর নেই। তোমাকে আমার ভালোবাসা কখনই থেমে যায় নি।
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ইয়ু ওয়েন ওয়েনের আরেকটি গান, গানের নাম ‘এটাই আমি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ওয়েন ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)