বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দশজনের মৃত্যু
2024-05-28 19:19:42

মে ২৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের উপকূলে রোববার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের কারণে দশজনের মৃত্যু হয়েছে। দেশের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সোমবার বিকালে জানান, , ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে দশ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, তাদের মধ্যে বরিশাল ও ভোলায় তিনজন করে এবং খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালীও চট্টগ্রামে ১ জন করে মারা গেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রলয়ংকরী এই ঘূর্ণিঝড়ের ছোবলে দেশের ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মহিববুর রহমান সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

এ সময় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভূঁইয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. শামীম হাসান ভূঁইয়া বলেন, ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করলেও পেছনে অনেক মেঘ রয়েছে। ফলে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে। উজানে (সিলেট) ভারী বৃষ্টিপাত হবে বলেও জানান তিনি। শামীম বলেন, বুধবার থেকে ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপে রূপ নেবে এবং সিলেটের দিকে চলে যাবে।

এদিকে রিমালের প্রভাবে সোমবার সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হয়। রাজধানীর বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যহত হয়। মঙ্গলবারও সারাদিন ঢাকায় বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।

ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা মঙ্গলবারও ছিল।

শান্তা/ফয়সল