চিন রুনচি
2024-05-28 11:00:04

চিন রুনচি ১৯৮১ সালের ৪ ডিসেম্বরে চিলিন প্রদেশের ইয়ানবিয়ান কোরীয় জাতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন পপ সংগীতশিল্পী এবং সাবেক ‘আরিরং পরিবার’ সঙ্গীতদলের প্রধান গায়ক ছিলেন।

২০১৩ সালের ২৮ অক্টোবরে সঙ্গীতদল ‘আরিরাং পরিবার’ ভেঙ্গে দেওয়া হয়। সেই বছর চিন রুনচি ব্যক্তিগতভাবে চ্যচিয়াং টিভির গায়কদের জন্য অনুপ্রেরণামূলক প্রতিভা অনুষ্ঠান ‘দ্য ভয়েস অফ চায়না সিং! চায়না’য় অংশ নেন এবং ফাইনালের প্রথম দফা পর্যন্ত যোগ দেন। পরবর্তী বছরের ১০ এপ্রিল তাঁর নতুন ইপি ‘তোমার কি এখনো মনে আছে?’ চীন ও দক্ষিণ কোরিয়া দু’টো দেশে প্রকাশিত হয়। বন্ধুরা, এখন আমি চিন রুনচি’র একটি একক গান আপনাদের শোনাব, কেমন? গানের নাম “DISCO”। গানটির লিরিক্স, সঙ্গীত ও ইন্সট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্ট এমনকি প্রযোজনা- সবই তিনি করেছেন। 

 

২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরে চীনের বিখ্যাত সঙ্গীতজ্ঞ কুও ফেং একটি বহু জাতিগত আঞ্চলিক ভাষা সংস্করণের অ্যালবাম ‘চীন’ প্রকাশ করেন। তিনি সহজ কথায় মাতৃভূমির চাষাবাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সংগীতের সুর দিয়ে মাতৃভূমির স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির কথা বলছেন। অ্যালবামটি সবচেয়ে বেশি জাতিগত আঞ্চলিক ভাষায় একটি গান গাওয়ার ইতিহাস সৃষ্টি করে। এটি এক যুগের আবেগের প্রকাশ এবং চীনের বিভিন্ন জাতির হাজার হাজার মানুষের দেশপ্রেমের প্রতিফলন। গানটির কোরীয় ভাষা সংস্করণ চিন রুনচি’র গাওয়া। 

 

‘তোমাকে আবার ভালোবাসি’ ছিল সঙ্গীতদল “আরিরাং পরিবার”-এর গাওয়া একটি গান। ২০২২ সালের ৭ এপ্রিল চিন রুনচি গানটি পুনরায় সংস্করণ করে গানটি গান। কোমল সুরে চিন রুনচি’র তীক্ষ্ণ কণ্ঠ গানের গল্পকে উত্তেজনায় পূর্ণ করে তোলে। আমি গানটি খুব পছন্দ করি। 

২০২২ সালের ১১ মে চিন রুনচি টিভি নাটক “যুদ্ধের শিখায় প্রেমের” জন্য গাওয়া গান “অতল” প্রকাশিত হয়। গানটি একই দিন প্রকাশিত অ্যালবাম ‘টিভি সাউন্ডট্র্যাকে’ অন্তর্ভুক্ত করা হয়। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই এখন আমি “অতল” গানটি আপনাদের শোনাব। 



২০২৩ সালের ১০ এপ্রিল চিন চলচ্চিত্র “মহাসাগর উদ্ধারের” জন্য থিমসং গান। গানটি পাশাপাশি তাঁর একই নামের অ্যালবামে রাখা হয়। গানের কথাগুলো এমন হয়: সারারাত ঢেউ গাইতে থাকে। নিঃসঙ্গতা আমার সাথে দেখতে থাকে। উদ্বিগ্নভাবে ঘুরে বেড়ায় এবং অবিরাম অপেক্ষা করি। আমি এই সাগর পাড়ি দিতে চাই। বাতিঘরের আলো ঠিক অন্য দিকে। 

 

 গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের চিন রুনচি’র আরেকটি গান শোনাব। গানের নাম ‘বৃষ্টির অনুভূতি’। 

   

(প্রেমা/তৌহিদ)