বাংলাদেশে ৮ ঘণ্টা ধরে তাণ্ডব চালাচ্ছে রিমাল, ব্যাপক ক্ষতির আশঙ্কা
2024-05-27 18:55:50

মে ২৭, সিএমজি বাংলা ডেস্ক: দীর্ঘ ৮ ঘণ্টা ধরে বাংলাদেশের দক্ষিণ উপকূলের ভূখণ্ডে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় রিমাল রোববার রাতে উপকূলে আঘাত হেনেছে।

রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বঙ্গোপসাগর তীরের পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার গতি নিয়েই উপকূলে আঘাত হানে ঝড়টি।

যাত্রাপথে ঘূর্ণিঝড়টি ঘরবাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘের, ফলের বাগানের ব্যাপক ক্ষতি করে যাচ্ছে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় একটানা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ এখনো ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার।

ঝড়ের আগেই বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলা, বরগুনা ও পটুয়াখালী জেলার কয়েকটি পয়েন্টে বাঁধ ভেঙেছে।

নাহার/শান্তা