‘ভুয়া গণতন্ত্র, বাস্তবে তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসের কৌশল আন্তর্জাতিক সম্প্রদায়কে বোকা বানাতে পারবে না: সিএমজি সম্পাদকীয়
2024-05-25 19:58:56

২৫ মে: চীনে একটি কথা আছে, ‘একটি ভেড়ার মাথা সামনে রেখে কুকুরের মাংস বিক্রি করা হয়।’ তাইওয়ানের নেতা লাই ছিং ত্য-এর ‘২০ মে’র ভাষণটি বিদ্যমান পরিস্থিতি বর্ণনা করার একটি নিখুঁত উপায়। তিনি তথাকথিত ‘গণতন্ত্র’ সম্পর্কে অনেক কথা বলেছেন এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসকে প্রতারণামূলক পোশাক পরানোর চেষ্টা করেছেন। ‘গণতন্ত্রে’র নাম ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাজনীতিবিদদের কাছ থেকে নিজের স্বাধীনতা প্রয়াসের জন্য সমর্থন ও সহায়তা খুঁজে পাওয়ার লক্ষ্যেই তার এ প্রচেষ্টা। কিন্তু তিনি যতই বলুন না কেন, ‘ভুয়া গণতন্ত্র, বাস্তবে তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসের আসল মুখ ঢেকে রাখতে পারবে না। তাইওয়ান চীনেরই তাইওয়ান।

সাম্প্রতিক বছরগুলোতে, যুক্তরাষ্ট্র ‘গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদে’র মিথ্যা আখ্যান ছড়িয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং নিজের লাভের জন্য ‘গণতন্ত্রের শীর্ষ সম্মেলন’ আয়োজন করেছে। প্রকৃতপক্ষে, আমেরিকা ও পশ্চিমা দেশগুলো যারা ‘গণতন্ত্রের’ ছদ্মবেশে ঝাঁপিয়ে পড়ে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারে না এবং আন্তর্জাতিক শৃঙ্খলা ও আন্তর্জাতিক নিয়ম-কানুনের পরিবর্তনও করতে পারে না। তারা তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষকে মুখে সমর্থন করে, কিন্তু কর্মকাণ্ডে তা অনুসরণ করে না।

১৯৭১ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদের ২৬তম অধিবেশন অপ্রতিরোধ্যভাবে ২৭৫৮ নম্বর প্রস্তাব গৃহীত হয়, যা রাজনৈতিক, আইনগত এবং পদ্ধতিগতভাবে জাতিসংঘে চীনের প্রতিনিধিত্বের বিষয়টি সম্পূর্ণরূপে মীমাংসা করে এবং জাতিসংঘে চীনের ভূমিকা স্পষ্ট করে। এক-চীন নীতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ ঐকমত্য এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মে পরিণত হয়েছে।

২৩ ও ২৪ মে চীনের গণমুক্তি ফৌজের পূর্বাঞ্চলের নির্দেশনায় তাইওয়ানের চারপাশে ‘জয়েন্ট সোর্ড-২০২৪’ সামরিক মহড়া আয়োজন করা হয়। এটি শুধুমাত্র ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর জন্য একটি কঠোর ব্যবস্থা নয়, বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে একটি গুরুতর সতর্কবাণী। চীনের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার সংকল্প এবং সক্ষমতা ঘোষণা করার জন্য একটি বৈধ এবং প্রয়োজনীয় পদক্ষেপও বটে।

তাইওয়ান চীনের তাইওয়ান,তথাকথিত ‘বিশ্বের তাইওয়ান’ নয়। লাই ছিং ত্য এবং তার মতো ব্যক্তিরা বহিরাগত শক্তির সাথে যতই যোগসাজশ করুন না কেন, তাইওয়ান যে চীনের অংশ, এবং চীনের সঙ্গে চূড়ান্ত পুনর্মিলনের ঐতিহাসিক প্রবণতাকে থামাতে পারবে না তারা। ‘স্বাধীন তাইওয়ানে’র কোন ভবিষ্যত নেই। যারা দেশকে বিভক্ত করার এবং জাতীয় স্বার্থ বিক্রি করার চেষ্টা করছে তাদের ‘ভুয়া গণতন্ত্র এবং বাস্তবে তাইওয়ানের স্বাধীনতা’ প্রয়াসের কৌশলটি আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতারিত করতে পারবে না।

(স্বর্ণা/হাশিম/তুহিনা)