চীনা আধুনিকীকরণের লক্ষ্য হলো মানুষের জীবনকে ক্রমাগত উন্নত করা: প্রেসিডেন্ট সি
2024-05-25 15:54:14

মে ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনা আধুনিকীকরণের লক্ষ্য হলো মানুষের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তোলা। চীনের শানতোং প্রদেশ পরিদর্শনকালে সম্প্রতি তিনি এ কথা বলেন। পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক শক্তির কেন্দ্র শানতোং প্রদেশ পরিদর্শনকালে চীনা আধুনিকীকরণকে চালিত করার জন্য ব্যাপকভাবে সংস্কারের ওপর জোর দিয়েছেন সি।

উপকূলীয় প্রদেশকে সংস্কার-চালিত উচ্চ-মানের উন্নয়নের জন্য এবং "উচ্চ-স্তরের উন্মুক্তকরণের কেন্দ্র" হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং।

চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের জন্মস্থান শানতোং বর্তমানে দেশের প্রধান শস্য উৎপাদনকারী প্রদেশ এবং অন্যতম প্রধান শিল্পাঞ্চল। প্রদেশটির জনসংখ্যা ১০০ মিলিয়ন। গত বছর চীনের সমস্ত প্রদেশ ও অঞ্চলের মধ্যে জিডিপিতে এর অবস্থান ছিল তৃতীয়।

বুধবার থেকে শুক্রবার শানতোং পরিদর্শন করেন সি চিনপিং। ৩০ এপ্রিল সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর বৈঠকের পর প্রথম স্থানীয় পরিদর্শন হলো সি চিনপিংয়ের শানতোং সফর।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০ তম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন জুলাই মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে এবং অধিবেশনে প্রাথমিকভাবে আরও ব্যাপকভাবে সংস্কার এবং চীনা আধুনিকীকরণের অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলো পরীক্ষা করা হবে।

বুধবার বিকেলে, সি প্রথমে রিচাও বন্দর পরিদর্শন করেন এবং সেখানে তিনি স্বয়ংক্রিয় কন্টেইনার টার্মিনাল অপারেশনগুলো পর্যবেক্ষণ করেন।

পরে, সি বাস্তুসংস্থান পুনরুদ্ধারের স্থানীয় প্রচেষ্টা সম্পর্কে জানতে রিচাওতে একটি উপকূলীয় সবুজ পথ পরিদর্শন করেন।

বৃহস্পতিবার সকালে, সি প্রাদেশিক রাজধানী চিনানে অবস্থানরত চীনা পিপলস লিবারেশন আর্মির সিনিয়র অফিসারদের সঙ্গে দেখা করেন।

ওই দিন, তিনি চিনানে ব্যবসায়িক ও একাডেমিয়ার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন। তিনি চীনা আধুনিকীকরণের অগ্রগতির উপর কেন্দ্রীভূত প্রচেষ্টার সংস্কারকে আরও গভীর করার প্রয়োজনীয়তার আহ্বান জানান।

শুক্রবার সকালে, তিনি প্রদেশের পার্টি এবং সরকারী কর্তৃপক্ষের কাজের প্রতিবেদন শুনতে চিনানেএকটি সভায় যোগ দেন।

শান্তা/ফয়সল