‘ভারত এবং চীনের মধ্যে সরাসরি আদানপ্রদান জোরদার করা উচিত’— সব্যসাচী বসু রায় চৌধুরী
2024-05-25 20:16:20

মে ১১: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী উপলক্ষে চীনা জনগণের বিদেশী দেশগুলোর মৈত্রী সমিতি এবং কলকাতায় চীনের কনস্যুলেট জেনারেল, চীনের শেনচেন বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী এসবে উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। শত বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফর নিয়ে কিভাবে মূল্যায়ন করা যায়? দু’দেশের সম্পর্ক উন্নয়নে কেমন মনভাব নিয়ে সামে আগানো উচিত? এসব বিষয় নিয়ে আলাপ করব অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরীর সঙ্গে। (স্বর্ণা/হাশিম)