সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্কতা
2024-05-24 18:24:48

মে ২৪, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, “বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে চট্টগ্রাম থেকে ৮১৭ কিলোমিটার দূরে অবস্থান করছে।”

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

নাহার/ফয়সল