বেইজিংয়ে হান চেং-অগাস্টিন কার্সটেন্স বৈঠক
2024-05-23 18:29:22

মে ২৩: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, চীনের ভাইস-প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের (বিআইএস) মহাব্যবস্থাপক অগাস্টিন কার্সটেন্স এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে হান চেং বলেন, অর্থ হচ্ছে জাতীয় অর্থনীতির প্রাণশক্তি এবং একটি দেশের মূল প্রতিদ্বন্দ্বিতাশক্তির গুরুত্বপূর্ণ অংশ। গেল বছর কেন্দ্রীয় আর্থিক কর্মকাণ্ড সম্মেলনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আর্থিক উন্নয়ন-পথের মৌলিক বিষয় তুলে ধরেন। এতে আর্থিক খাতে শক্তিশালী দেশ গড়ে তোলার দিগনির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিআইএস হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাসংক্রান্ত আর্থিক নীতি সমন্বয়ব্যবস্থায় চীনের অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর সাথে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে চীন ইচ্ছুক।

জবাবে চীনের অর্থনীতি ও অর্থবাজারের উন্নতির ভূয়সী প্রশংসা করে বিআইএস মহাব্যবস্থাপক বলেন, চীনা অর্থনীতির উন্নয়নের সুপ্তশক্তি ও সুযোগকে তিনি ইতিবাচক দৃষ্টিতে দেখেন এবং রেনমিনপি’র আন্তর্জাতিকায়নকেও সমর্থন করেন। চীনের অর্থ শিল্পের সাথে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে তাঁর ব্যাংক ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)