তাইওয়ানের নেতাদের বিপজ্জনক মন্তব্যের তীব্র নিন্দা জানায় ৯০.২১ শতাংশ উত্তরদাতা
2024-05-23 15:45:08

মে ২৩: কিছুদিন আগে, চীনের তাইওয়ান অঞ্চলের নেতারা "তাইওয়ানের স্বাধীনতা" মন্তব্য জোরেসোরে প্রচার করেছিলেন, যা আন্তর্জাতিক সমাজে ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল। সারা বিশ্বের নেটিজেনদের মধ্যে চায়না সেন্ট্রাল রেডিও ও টেলিভিশন স্টেশন বা সিজিটিএন পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, উত্তরদাতাদের প্রায় ৯০ শতাংশ দৃঢ়ভাবে এক-চীন নীতিকে সমর্থন করেন এবং "তাইওয়ানের স্বাধীনতার" বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের দৃঢ় বিরোধিতা করেন।


মূল ভূখণ্ড চীন, তাইওয়ান চীনের অন্তর্ভুক্ত এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ- যা আন্তর্জাতিক সমাজের দৃষ্টিকোণ। এটি জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ২৭৫৮নং প্রস্তাবে নিশ্চিত করা এক-চীন নীতি। আজ, এক-চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি মৌলিক আদর্শ হয়ে উঠেছে এবং ১৮৩টি দেশ এক-চীন নীতি মেনে চলার ভিত্তিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। সমীক্ষায় ৮৬.৫৩ শতাংশ বৈশ্বিক উত্তরদাতা বলেন, তাইওয়ান দ্বীপের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক-না-কেন, তাইওয়ান প্রণালীর উভয় পক্ষই এক চীনের অন্তর্ভুক্ত ঐতিহাসিক এবং আইনগত সত্য পরিবর্তন করতে পারে না, বা এর মৌলিক প্যাটার্ন পরিবর্তন হবে না। একচীন নীতি আন্তর্জাতিক সমাজের ঐকমত্য।

তাইওয়ান চীনের তাইওয়ান এবং তাইওয়ান ইস্যুটি সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয়। এতে বহিরাগত শক্তির হস্তক্ষেপের অনুমোদন দেয় না বেইজিং।

(রুবি/তৌহিদ/প্রেমা)