আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চাও ইয়ং হুয়া। তিনি তার কোমল কণ্ঠের জন্য পরিচিত। তিনি গত শতাব্দীতে তাইওয়ানের প্রতিনিধিত্বকারী একজন গায়িকা। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লিন ইয়ো চিয়ার একটি সুন্দর গান ‘আমার এই গান শুনুন’।গান ১
চাও ইয়ং হুয়া ১৯৬৯ সালে চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তার উচ্চ সংগীত প্রতিভা দেখা যায়। ১০ বছর বয়সে তিনি তাইপেই খ্রিস্টান শিশুদের গায়কদলে যোগ দিয়ে সংগীত শিখা শুরু করেন। ভালো কণ্ঠের জন্য প্রাথমিক স্কুলে পড়ার সময় চাও ইয়ং হুয়া প্রচুর কার্টুনের জন্য গান গেয়েছেন, এর মধ্যে অনেক গান বেশ জনপ্রিয়। ১৯৮৮ সালে কলেজ থেকে স্নাতক হওয়ার পর চাও ইয়ং হুয়া এক সংগীত কোম্পানিতে যোগ করে পেশাদার গায়িকা হয়েছেন। একই বছর তার প্রথম অ্যালবামের মুক্তি পায়। বন্ধুরা, এখন একসঙ্গে শুনুন সেই অ্যালবামে তার একটি সুন্দর গান ‘আরও কথা বলো’।গান ২
ছোটবেলায় কার্টনের জন্য গান গাওয়ার অভিজ্ঞতার কারণে টিভি নাটকের জন্য গান গাওয়ায় চাও ইয়ং হুয়া ভালো কাজ করেছেন। ১৯৯০ সালের দিকে তিনি অনেক টিভি নাটকের জন্য থিম সোং গেয়েছেন। এর মধ্যে সারা চীনের জনপ্রিয় টিভি নাটক ‘সম্ভ্রান্ত পরিবারের গল্পের’ জন্য গাওয়া গান ‘কখনও তোমাকে বলতে চাইনি’ তাইওয়ানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই গানের জন্য চাও ইয়ং হুয়াও সবার কাছে পরিচিত হয়েছেন। বন্ধুরা, এখন শুনুন চাও ইয়ং হুয়ার এই সুন্দর গান ‘কখনও তোমাকে বলতে চাইনি’।গান ৩
১৯৯৩ সালে চাও ইয়ং হুয়া বিখ্যাত রক সংগীত কোম্পানিতে যোগ দিয়েছেন, তার সংগীত জীবনও নতুন অধ্যায় শুরু হয়েছে। কোম্পানির আয়োজনে তিনি মালয়েশিয়ার বিখ্যাত গায়ক ছেন রংয়ের সঙ্গে কিছু গানে সহযোগিতা করেছেন। তারা ক্লাসিক টেনার(tenor) ও পপ মহিলার কণ্ঠ মিশিয়ে নতুন করে পপ গান পরিবেশন করেছেন, তাদের পারফরমেন্স ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো চাও ইয়ং হুয়া ও ছেন রং একসঙ্গে গাওয়া জনপ্রিয় গান ‘নিঃস্বার্থ ভালোবাসা’।গান ৪
১৯৯৪ সালে চাও ইয়ং হুয়া অ্যালবাম ‘আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার বাসা’ প্রকাশ করেন। এটা তার সবচেয়ে সফল একটি অ্যালবাম। অ্যালবামের গান ‘সবচেয়ে রোমান্টিক ব্যাপার’ তার সবচেয়ে জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারী একটি গান হয়ে উঠেছে। আপনার মতে জীবনের সবচেয়ে রোমান্টিক ব্যাপার কী? এই গানের কথায় লেখা হয়: আমার মনে সবচেয়ে রোমান্টিক ব্যাপার হল তোমার সঙ্গে বৃদ্ধ হয়, যখন খুব বয়স্ক যে কোথাও যেতে পারি না, তখন একসঙ্গে দোলান-চেয়ারে বসে আড্ডা করি। গানটি চীনা সংগীত মহলের একটি ক্লাসিক গান, এখন পর্যন্ত গানটি বারবার গাওয়া হয়। বন্ধুরা, এখন একসঙ্গে চাও ইয়ং হুয়ার গান ‘সবচেয়ে রোমান্টিক ব্যাপার’ শুনবো।গান ৫
‘সবচেয়ে রোমান্টিক ব্যাপার’ এই গান জনপ্রিয় হওয়ার পর চাও ইয়ং হুয়ার ক্যারিয়ারও শিখরে পৌঁছেছে। তার গান তাইওয়ানের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার অনেক শহরে পারফর্ম করেছেন। ১৯৯৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, লাস ভেগাস ইত্যাদি শহরে কনসার্ট আয়োজন করেছেন। ২০০১ সাল থেকে গান গাওয়া ছাড়া চাও ইয়ং হুয়া টিভি নাটকে অভিনয় করা শুরু করেন, এটাও দর্শকদের প্রশংসা পেয়েছে। বন্ধুরা, এখন শুনুন চাও ইয়ং হুয়ার একটি টিভি নাটকের জন্য গাওয়া খুব জনপ্রিয় একটি গান ‘হাসির পেছনের গোপন’।গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চাও ইয়ং হুয়ার আরেকটি সুন্দর গান ‘কোনো আফসোস নেই’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।