বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সুন ইয়ান জি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
সুন ইয়ান জি, ১৯৭৮ সালের ২৩ জুলাই সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষের আদি অবস্থান চীনের কুয়াংতুং প্রদেশ। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের একজন নারী পপ সঙ্গীতশিল্পী, তিনি একই সঙ্গে একজন গীতিকারও বটে।
২০০০ সালের ৯ জুন, সুন ইয়ান জি’র প্রথম অ্যালবাম ‘সুন ইয়ান জি’ প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। এই অ্যালবাম দিয়ে তিনি ১২তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি আওয়াডর্সের শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন। এই অ্যালবামের অন্যতম গান ‘অন্ধকার আকাশ’ তাঁর প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়েছে।
বন্ধুরা, এখন শুনুন সুন ইয়ান জি’র গান ‘প্রথম দিন’। গানের কথাগুলো এমন: বৃষ্টি হল গ্রীষ্মের সন্ধ্যা। আমি এটার জন্য উন্মুখ হবো। চাঁদের আলো খুব শীতল। আমি এটা কিভাবে মনে করব। প্রথম স্বীকারোক্তি, আমাকে দেখে বিব্রত। তুমি দার্শনিক হওয়ার ভান করতে পছন্দ করো। আসলে খুব সুন্দর।
আচ্ছা, শুনুন এই গানটি।
বন্ধুরা, এখন শুনুন সুন ইয়ান জি’র গান ‘অর্ধেক বিদায়’। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। "অর্ধেক বিদায়" গানটি অতীতের জন্য একটি অনুশোচনাপূর্ণ বিদায়কে ব্যক্ত করে গানটিতে "সিক্স লেন ক্যাফে" নামে চলচ্চিত্রের নায়কদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলে। গানের কথাগুলো স্পষ্টভাবে বিদায়ের জন্য প্রস্তুত না থাকা এবং আপনি যেখানে আছেন সেখানে থাকার অনুশোচনা প্রকাশ করে। কিন্তু, জীবনে কতবার আপনি বিদায়ের জন্য প্রস্তুতি নিতে পারেন? আমরা বড় হওয়ার সাথে সাথে যে বাঁকগুলো অনুভব করি তাতেই আমরা আজকের অবস্থায় পরিণত হয়েছি এবং আমরা যে সংকল্প তৈরি করেছি তা সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে।
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, এখন শুনুন সুন ইয়ান জি’র গান ‘প্রেমের সার্টিফিকেট’। গানের কথাগুলো এমন: তুমি আমার পাশে নেই। আমি সবসময় তোমার মুখ বিশেষভাবে মিস করি। দূরত্ব একটি পরীক্ষাপত্র, এটা কি অবশেষে সত্য হবে? আমরা এখনও ভালবাসার জন্য শিখছি। যোগাযোগের ভাষা শিখি। ক্ষমা করতে শিখি এবং কাঁদতে শিখি না। আমরা উড়তে শেখা পর্যন্ত অপেক্ষা করি।
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই সুন ইয়ান জি’র আরেকটি গান, গানের নাম ‘পৃথিবী ধ্বংসের আগে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুন ইয়ান জি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)