ওয়াং সিনপিং
2024-05-21 14:43:58

ওয়াং সিনপিং ১৯৬৯ সালের ৫ আগস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। চীনের চিয়াংসু প্রদেশের উসি শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী। ১৯৯৩ সালে তিনি পলিগ্রামের সাথে চুক্তি স্বাক্ষর করে, প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম ‘LIINDAWONG’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘যেদিন তুমি চলে গেলে’ দিয়ে তিনি টিভিবি’র দশটি শীর্ষ হিট পুরস্কারে সেরা জনপ্রিয় নারী শিল্পীর রৌপ্য পুরস্কার জেতেন।

১৯৯৩ সালের সেপ্টেম্বর ওয়াং সিনপিং ক্যান্টোনিজ অ্যালবাম ‘এক জীবনের ভালোবাসা যথেষ্ট নয়’ প্রকাশ করেন। অ্যালবামের দ্বিতীয় গান ‘ঠান্ডা বরফ’ দিয়ে তিনি হংকং ও তাইওয়ান অঞ্চলের সেরা নতুন নারী শিল্পীর স্বর্ণ পুরস্কার জেতেন। ‘আর অপেক্ষা করবে না’ গানটি হলো অ্যালবামের চতুর্থ গান ‘আমাকে জিজ্ঞেস করবে না আমি কে’, এর ক্যান্টোনিজ সংস্করণ। বন্ধুরা, এখন আমি ‘আর অপেক্ষা করবে না’ গানটি আপনাদের শোনাচ্ছি, কেমন? সঙ্গে সঙ্গে শোনাব, একই অ্যালবামে রাখা গান ‘ঠান্ডা বরফ’।

 

 ‘সারাজীবনের মোহ’ হলো ১৯৯৪ সালের নভেম্বরে ওয়াং সিনপিং প্রকাশিত দ্বিতীয় ম্যান্ডারিন অ্যালবাম। অ্যালবামের শিরোনাম বা প্রধান গানটি তাইওয়ানের হট সং ড্রাগন টাইগার তালিকায় ভালো অবস্থানে ছিল। গানটি চীনা ভাষা সংগীত মহলে তাঁর দ্রুত জনপ্রিয় হওয়ার জন্য ভালো ভিত্তি স্থাপন করেছে। 

“তোমার জন্য আমার গোপন ভালোবাসা। ছিন্নভিন্ন আমার হৃদয়, তবু বলতে পারব না। আমি তোমাকে ভালোবাসি সঙ্গোপনে, সবসময়। কাছে হোক, দূরে হোক, নিজেকে ধরে রাখি। তোমাকে পাবার জন্য খুব উদ্বিগ্ন হব না। লাল ধুলোয় তোলপাড়, তোমার সাথে দেখা হবে। তেজোদ্দীপ্ত চোখ ক্রমাগত আমাকে হানে। অনেক কিংবদন্তী এবং অনেক লোক আমাকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমি তোমার মাঝে আমার হৃদয় হারিয়েছি।” বন্ধুরা, কথাগুলো ওয়াং সিনপিংয়ের ‘গোপন” গানটি থেকে নেওয়া। 

 

আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের ওয়াং সিনপিং-এর আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘অনুভূতি’। 

 

(প্রেমা/হাশিম)