লু কুয়ানথিং বা লোয়েল লো, আসল নাম লু কুওফু। তিনি ১৯৫০ সালের ১২ অক্টোবর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি পরপর সিয়াটল ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ও কর্নিশ স্কুল অফ মিউজিক থেকে স্নাতক হন। তিনি হংকংয়ের একজন গায়ক ও অভিনেতা।
বন্ধুরা, শুনছিলেন লু কুয়ানথিংয়ের ‘জীবনের ভালোবাসা’ গানটি। এটি ক্যারেন মখের সঙ্গে গাওয়া লু কুয়ানথিংয়ের দ্বৈত গান। গানটি একটি আদর্শ চলচ্চিত্রের শেষ গান এবং ১৯৯৫ সালের ১ মে প্রকাশিত হয়। গানটিতে একটি ছেলে পরিণত পুরুষ হওয়ার প্রক্রিয়া বর্ণনা করে এবং অসহায় ও দু:খপূর্ণ গভীর ভালবাসা প্রকাশ করে।
ছোটবেলায় লু কুয়ানথিং বাবা’র সঙ্গে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অভিবাসী হন। তিনি বিটলস ও বব ডিলানের গান শুনে বড় হন। তিনি গিটার বাজানো ও গান শেখেন এবং ব্যক্তিগত সংগীত জীবনের সূচনা করেন। ১৯৭২ সালে তিনি বারে গান গাইতে শুরু করেন। ১৯৭৭ সালে মার্কিন পপসংগীত প্রতিযোগিতায় অপেশাদার গ্রুপের স্বর্ণ পুরস্কার জেতেন তিনি এবং হংকংয়ে ফিরে গিয়ে ক্যারিয়ার উন্নয়ন করতে শুরু করেন। ১৯৮৩ সালে তিনি প্রথম একক অ্যালবাম ‘স্কাইবার্ড’ প্রকাশ করেন। এতে শিরোনাম গানসহ মোট ১২টি গান অন্তর্ভুক্ত করা হয়। একই সময়ে ‘স্কাইবার্ড’ তাঁর রচিত প্রথম সংগীত।
১৯৮৩ সালে লু কুয়ানথিং তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘ছোট শহর’ প্রকাশ করেন। অ্যালবামে তিনি মেক্সিকেন উপাদান যোগ দেন। যুদ্ধবিরোধী থিম ব্যবহার করার লক্ষ্য হলো তাঁর আদর্শ পিটার, পল অ্যান্ড ম্যারি এবং বব ডিলানের প্রতি সম্মান জানানো।
১৯৮৪ সালের জানুয়ারি লু কুয়ানথিং তাঁর তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম ‘পথিক’। অ্যালবামে একাধিক বাদ্যযন্ত্র উপাদান অন্তর্ভুক্ত করা হয়। একই মাসে তিনি অন্যান্য কণ্ঠশিল্পীদের জন্য ‘ভালোবাসা এতো মিষ্টি’ এবং ‘রাতের বৃষ্টি’সহ গান সৃষ্টি করেছেন। বন্ধুরা, এখন আমি অ্যালবামের শিরোনাম ও প্রধান গান ‘পথিক’ আপনাদের শোনাতে চাই, কেমন?
১৯৮৫ সালে লু কুয়ানথিং চতুর্থ অ্যালবাম ‘প্রথম পর্যায়’ প্রকাশ করেন। এতে ‘ভাঁড়’ এবং ‘প্রকৃতির শব্দ’-এর মতো ১২টি গান রাখা হয়। একই বছর তিনি একটি চলচ্চিত্রে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেন এবং চলচ্চিত্রের দু’টো গানে কণ্ঠ দেন। এ ছাড়া ১৯৮৬ সালে চলচ্চিত্রের জন্য তার সৃষ্টি করা থিমসং ‘প্রিয় কে?’ ষষ্ঠ হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের গান পুরস্কার জেতে। এখন আমি লু কুয়ানথিংয়ের চতুর্থ অ্যালবামে খুব জনপ্রিয় একটি গান ‘হারানো হৃদয়’ আপনাদের শোনাবো। কেমন? সঙ্গে সঙ্গে শোনাব চলচ্চিত্রের জন্য তাঁর সৃষ্ট গান ‘সুখী সৎ মানুষ’।
লু কুয়ানথিংয়ের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘ভালোবাসার সাথে’।
(প্রেমা/হাশিম)