রোববারের আলাপন: চীনে ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শুরু
2024-05-19 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ এবং তৌহিদ।


চীনে শুরু হয়েছে ৪১তম ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। সম্প্রতি ঘুড়ির রাজধানী হিসেবে খ্যাত পূর্ব চীনের শানতোং প্রদেশে শুরু হয় এই উৎসব। এর সৌন্দর্য উপভোগ করতে চীনের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন হাজারো দর্শনার্থী।


ঘুড়ি শিল্পকর্মের জন্য সুদীর্ঘ কাল থেকেই বিখ্যাত শানতোং প্রদেশের ওয়েইফাং শহর। ১৯৮৪ সালের ১ এপ্রিল শুরু হয় ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। ১৯৮৮ সালে ঘুড়ির রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ওয়েইফাং শহরকে।


ভাই, বাংলাদেশেও ঘুড়ি একটি জনপ্রিয় খেলা। এ সম্পর্কিত অবস্থা আমাদের কিছু জানাতে পারবে কি ভাই?

তৌহিদ:… 


বন্ধুরা আমার ছোটবেলায়, আমার বাসা থেকে বেশি দূর নয়, একটি স্টেডিয়াম রয়েছে। তার নাম ‘শ্রমিক স্টেডিয়াম। গ্রীষ্মকালীন ছুটিতে, আমি মাঝে মাঝে ওই স্টেডিয়ামে গিয়ে ঘুরি ওড়াতাম। তা আমার সবচেয়ে আনন্দের ও  প্রশান্তির স্মৃতি। আমি আশা করি, ভবিষ্যতে আমি আবারও আগের মতই ঘুরি ওড়াতে পারব। ঘুরি সম্পর্কিত আপনার ছোটবেলার কিছু মজার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারবেন কি?

তৌহিদ:... শহরে ও গ্রামে ঘুড়ি ওড়ানোর স্মৃতি।


সংগীত

ভাই, সম্প্রতি বেইজিংয়ে তাপমাত্রা দিন দিন বাড়ছে। কয়েকদিন আগে আমি বাংলাদেশের সংবাদ দেখেছি গুরুতর heat wave বাংলাদেশকে আঘাত হেনেছে। এখন কি অবস্থা ভাই? একটু ভাল হয়েছে কি?

তৌহিদ:...

অনেক গরমের সময়ে, আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারব? এ খাতে আপনি আমাদের কিছু বলতে পারবেন কি?

তৌহিদ:...