আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন গবেষক ডাঃ মোঃ মনিরুজ্জামান। তিনি বর্তমানে চীনের বেইজিং শহরের ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পো’আই হাসপাতাল ও চীন রিহ্যাবিলিটেশন রিসার্স সেন্টার (সি আর আর সি)-এর একজন পিএইচডি গবেষক। তিনি চীনা সরকারি শিক্ষাবৃত্তি নিয়ে বর্তমানে চীনে অবস্থান করছেন। সেই সঙ্গে, তিনি বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোশিয়েসনের সাংগঠনিক সম্পাদক।
জনাব মনিরুজ্জামান গবেষণা করছেন নিউরো রিহ্যাবিলিটেশন নিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকিতে প্রকাশিত হয়েছে তার বেশকিছু গবেষণা প্রবন্ধ। বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই উপলক্ষ্যে ডাঃ মোঃ মনিরুজ্জামানের সাথে উচ্চ রক্তচাপ ও তাঁর প্রতিরোধের জন্য কি করা উচিৎ এ নিয়ে কিছু কথা বলব। চলুন, কথা বলি তাঁর সঙ্গে।(ওয়াং হাইমান/আলিম/ছাই)