চীনা অর্থনীতির ওপর আন্তর্জাতিক সমাজের আস্থা বাড়ছে: সিএমজি সম্পাদকীয়
2024-05-18 17:50:44

মে ১৮: অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং ইউরোপীয় কমিশন সম্প্রতি চলতি বছরের জন্য চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.২ শতাংশ পয়েন্ট বৃদ্ধি করেছে। এদিকে, আন্তর্জাতিক ব্যবস্থাপনা পরামর্শক কোম্পানি কিয়ারনি কর্তৃক প্রকাশিত বৈশ্বিক প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আস্থা সূচকেও চীনের অবস্থান উন্নত হয়েছে। এতে বলা হয়েছে, এক্ষেত্রে চীন গত বছরের সপ্তম স্থান থেকে এ বছর তৃতীয় স্থানে উঠে এসেছে এবং উদীয়মান বাজারগুলোর মধ্যে প্রথম স্থানে আছে। এ সব তথ্য-উপাত্ত থেকে চীনা অর্থনীতির ওপর আন্তর্জাতিক সমাজের আস্থা প্রমাণিত হয়।  

প্রতিষ্ঠানগুলোর জন্য বাজার মানে মুনাফা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত চীনে ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় বার্ষিক ৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল ভোগ ও সাংস্কৃতিক পর্যটনের মতো ভোগ্যপণ্য ভোক্তাবাজারে নতুন শক্তি নিয়ে এসেছে।  পাশাপাশি, প্রকৃত পণ্যের অনলাইন খুচরা বিক্রয় বার্ষিক ১১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বাজার হিসেবে চীনের প্রাণশক্তি প্রদর্শন করে।

গত এপ্রিলে চীনে নির্ধারিত আকারের উপরের সমস্ত শিল্পে সরঞ্জাম উত্পাদন ও উচ্চ-প্রযুক্তি উত্পাদনের অতিরিক্ত মূল্যের অনুপাত বেড়েছে। উত্পাদন প্রযুক্তির রূপান্তর ও উচ্চ-প্রযুক্তি শিল্প বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার সার্বিক বিনিয়োগের তুলনায় দ্রুততর। গত এপ্রিলে ৩ডি প্রিন্টিং সরঞ্জাম, নতুনশক্তির যানবাহন ও সমন্বিত সার্কিট পণ্যগুলোর আউটপুট বার্ষিক ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। বিদেশী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্ষেত্রে চীন আরও বেশি সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, গত এপ্রিলে চীনের পণ্য আমদানি-রপ্তানির হার ৮ শতাংশ বৃদ্ধি পায়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানির পরিমাণ ছিল একটি রেকর্ডপরিমাণ। এমন এক সময়ে তা সম্ভব হয়েছে যখন, বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি মন্থর। এতে নিঃসন্দেহে বিদেশী বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। (ছাই/আলিম)