সংগীতদল ‘ওয়ানার’
2024-05-17 14:41:54

‘ওয়ানার’ চীনের মূল-ভূখণ্ডের একটি পুরুষ সংগীতদল। প্রধান ইউয়ে মিংহুই এবং সদস্য লি জেনইয়াং ও লি ইংছাও, এ তিনজনকে নিয়ে গঠিত দলটি।

বন্ধুরা, শুনছিলেন ‘আমি যা অনুভব করেছি যদি তুমি সেটি অনুভব করতে পারো’ গানটি। আসলে এটি ছিল ২০১৭ সালের ১০ অক্টোবরে তাদের বিসি ২২১-এর শিক্ষানবিস হিসেবে প্রকাশিত প্রথম একক গান। গানটি প্রকাশ করার আগে দু’বছরে তারা নাচ, কণ্ঠসংগীত এবং শারীরিক প্রশিক্ষণ ক্লাসের মতো অনেক প্রশিক্ষণ নিয়েছেন। ২০১৮ সালের এপ্রিলে ইউয়ে মিংহুই, লি জেনইয়াং, লি ইংছাও এবং বু ফান আনুষ্ঠানিকভাবে ‘ওয়ানার’ প্রতিষ্ঠা করেছেন। এটি কিউইন’স/ছিনস এন্টারটেইনমেন্টের শিক্ষানবিস ব্র্যান্ড বিসি ২২১’র প্রথম আত্মপ্রকাশ গ্রুপ। একই বছরের ২১ মে, সংগীত দল শিক্ষানবিস হিসেবে ‘স্পেস’ নামে ইপি প্রকাশ করেছে। এতে ‘আমি যা অনুভব করেছি যদি তুমি সেটি অনুভব করতে পারো’ এবং ‘প্রতিষেধক’সহ তিনটি গান অন্তর্ভূক্ত করা হয়। ৩০ আগস্ট সংগীত দল তাদের প্রথম ইপি ‘এলার্জি’ প্রকাশ করে। এতে ‘অহং নয়’ ও ‘পারবে নাকি পারবে না’সহ মোট ৮টি গান রাখা হয়। ফলে তারা আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। 

 

২০১৯ সালের ১৪ জুন ‘ওয়ানার’ গ্রুপের দ্বিতীয় ইপি ‘নাচের পার্টি’ প্রকাশ করেছে। এতে ‘উগ্র’ ও ‘নিখুঁত’সহ মোট ৮টি গান অন্তর্ভুক্ত করা হয়। জুলাই মাসে বু ফান কিউইন’স/ছিনস’র বিনোদনের সঙ্গে চুক্তি ভেঙ্গে গ্রুপ ত্যাগ করেন। ১ নভেম্বরে তিনজনের গ্রুপ সমস্ত সাধুদের দিনের জন্য একক গান ‘মাঙ্কি’ প্রকাশ করে। তাহলে বন্ধুরা, ‘নিখুঁত’ গানটি শোনানোর সঙ্গে সঙ্গে ‘মাঙ্কি’ গানটিও আপনাদের শোনাতে চাই। 

“তুমি কি আজ রাতে আমার তারকা হবে। আমার সাথে থাকা এবং আমার একাকীত্ব বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কি আজ রাতে আমার তারকা হবে। আমার খারাপটুকু মেনে নিয়ে ভবিষ্যতে একসাথে সাহসী হও। তুমি কি আজ রাতে আমার তারকা হবে। তোমার সাথে দেখা হয়ে নির্ভরতা পাওয়া সবচেয়ে সুন্দর ব্যাপার। তুমি কি আজ রাতে আমার তারকা হবে। তারা এই মহাবিশ্বকে আলোকিত করে, আতশবাজি কখনও তা পারে না।” বন্ধুরা, কথাগুলি ‘ওয়ানার’-এর গান ‘তারকা’ থেকে নেওয়া। এখনই আমি গানটি আপনাদের শোনাবো। 

 

গানগুলো কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভাল লাগার কথা। গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে সংগীতদলটির আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘শমিলি’।

   

(প্রেমা/হাশিম)