উ ছিয়ং ১৯৬২ সালের ২৪ মার্চ চীনের আনহুই প্রদেশের উহু শহরে জন্মগ্রহণ করেন। তিনি আনহুই ইউনিভার্সিটি অফ আর্টসের একজন স্নাতক। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়িকা, সংগীতজ্ঞ এবং অভিনেত্রী।
১৯৭৫ সালে তিনি আনহুই ইউনিভার্সিটি অফ আর্টসে প্রবেশ করে হুয়াংমেই অপেরা শিখতে শুরু করেন। ১৯৮০ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি আনহুই হুয়াংমেই অপেরা থিয়েটারে যোগ দেন। এক আকস্মিক সুযোগে তিনি হুয়াংমেই অপেরা পারফর্মিং আর্টিস্ট ও ফিল্ম পারফর্মিং আর্টিস্ট ইয়ান ফেংইংয়ের অপেরা শোনেন। তার মনে হয়, এটা সবচেয়ে সুন্দর হুয়াংমেই অপেরা। তখন থেকেই তিনি ইয়ানের গাওয়া অপেরা-সংগীত শিখতে শুরু করেন।
এটি হলো হুয়াংমেই অপেরার সংগ্রহশালার (যে থিয়েটারে ঐভাবে নাটক মঞ্চস্থ হয়) অন্যতম এবং প্রথম চলচ্চিত্রের রূপে হুয়াংমেই অপেরা। এতে সাত পরী বোনের মধ্যে একজন স্বর্গের নিয়ম উপেক্ষা করে, গোপনে পৃথিবীতে নেমে তোং ইয়ং নামে এক পুরুষকে বিয়ে করে, সুন্দর জীবনের জন্য উন্মুখ। শেষে জেড সম্রাট তাদের বিচ্ছিন্ন করে দেন এমন একটি প্রেমের গল্প বলা হয়।
১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত উ ছিয়ং পরপর বেশ কয়েকটি প্রতিযোগিতায় তরুণ অপেরা অভিনেত্রী, শ্রেষ্ঠ পরিবেশনা ইত্যাদি পুরষ্কার জেতেন। ১৯৯১ সালে উচ্চতর শিক্ষা করতে তিনি চাইনিজ কনজারভেটরি অফ মিউজিকে প্রবেশ করেন। ১৯৯২ সালে তিনি হুয়াংমেই অপেরা মঞ্চ ত্যাগ করে, সংগীত জগতে পা রাখেন। তিনি চীন সম্প্রচার পারফর্মিং আর্ট ট্রুপে প্রবেশ করে, হুয়াংমেই গান গায়তে শুরু করেন। ফলে তিনি পপসংগীত মহলে পা রাখেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি এখন উ ছিয়ংয়ের একটি পপ হুয়াংমেই গান আপনাদের শোনাই, কেমন? গানের নাম ‘পরী’।
বন্ধুরা, শুনছিলেন উ ছিয়ংয়ের গান ‘পরী’। এটি তাঁর ২০০৫ সালের ১৬ জুলাই প্রকাশিত একই নামের অ্যালবামের প্রধান গান। চীনের ঐতিহ্যবাহী প্রেমের গল্পকে ভিত্তি হিসেবে নিয়ে উ ছিয়ং আধুনিক পপ গাওয়ার মাধ্যমে মানুষের আরো বেশি প্রত্যাশা সৃষ্টি করেন। ‘পরী’ অ্যালবাম সম্পন্ন করতে উ ছিয়ংয়ের প্রায় এক বছর সময় লেগেছে। তবে বলা যায়, এটি বহু বছর ধরে উ ছিয়ংয়ের জীবনের বিভিন্ন স্তরের অভিজ্ঞতা ও অনুভূতি। অ্যালবামে উ ছিয়ং প্রথমবারের মতো তিনটি শিল্প-কর্ম তৈরি করেছেন। এতো বেশি সময় ধরে তিনি হুয়াংমেই অপেরা গাওয়ার মাধ্যমে প্রাচীনকালে মানুষের ভালোবাসা অভিজ্ঞতা ও জীবনের উঠা-নামা পরিবেশন করেছেন। এবার এবার তিনি শুধু নিজেকে তুলে ধরতে চান। অ্যালবামে ঐতিহ্য ও ফ্যাশন, ক্লাসিক্যাল ও আধুনিকসহ বিভিন্ন উপাদান রয়েছে। পপ ছন্দ ও সুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিষয় রয়েছে। অ্যালবামে গানগুলো অনেক কঠিন। উ ছিয়ং বহু বছরের দক্ষতায় সহজে গেয়েছেন। আচ্ছা বন্ধুরা, ‘পরী’ অ্যালবাম সম্পর্কে অনেক কথা বলেছি। তাহলে এখন আমি অ্যালবাম থেকে গান বেছে আপনাদেরকে পরপর শোনাচ্ছি। কেমন? গানের নাম ‘হেলিকপ্টার’। সঙ্গে সঙ্গে শোনাব, তাঁর অন্য একটি গান ‘দ্য হার্ট থিফ’।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে উ ছিয়ংয়ের হুয়াংমেই অপেরা ‘সম্রাটের মেয়ে জামাই’ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।
(প্রেমা/হাশিম)