‘ফিরে পাওয়া’
2024-05-16 10:00:36


আজকের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান চীনা গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম জিডি ছাই শি ইয়ুন। বিদেশে বড় হওয়ার কারণে তার গানে রক, হাউস, জ্যাজ ইত্যাদি পাশ্চাত্য সংগীতের উপাদান ব্যবহারের পাশাপাশি চীনা পপ সংগীতের বৈশিষ্ট্যও শোনা যায়। তিনিও চীনা হিপ-হপ সংগীতের প্রতিধিনিত্বকারী গায়িকা হিসেবে পরিচিত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ছাই শি ইয়ুনের একটি সুন্দর গান ‘ভালোবাসা’।গান ১

 

ছাই শি ইয়ুন ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি সংগীত খুব পছন্দ করতেন। প্রাথমিক স্কুলে তিনি পিয়ানো শেখা শুরু করেন, পরে বেহালাও শিখেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি অস্ট্রেলিয়ার শাস্ত্রীয় পিয়ানো প্রতিযোগিতায় অংশ নেন এবং রানার্স-আপ হন। ছাই শি ইয়ুনের বাবা মনে করেন, একজন চীনা মানুষ হিসেবে চীনা সংস্কৃতি জানতে হয়। তাই উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় তিনি অস্ট্রেলিয়া থেকে শাংহাইয়ে যান। এরপর থেকে তিনি চীনেই অবস্থান করছেন। ১৮ বছর বয়সে ছাই শি ইয়ুন জাপানে আত্মপ্রকাশের সুযোগ পান। তবে তিনি প্রত্যাখ্যান করেন, কারণ তিনি চীনা ভাষায় গান গাইতে চান। পরে ছাই শি ইয়ুন তাইওয়ানে তার সংগীত জীবন শুরু করেন।গান ২

 

২০০৫ সালে ছাই শি ইয়ুন তার প্রথম অ্যালবাম ‘UV rays’ প্রকাশ করেন। খুব তরুণ হওয়ায় তার এই অ্যালবামের গানগুলোতে তরুণদের সাহসিকতা, সরলতা ও প্রাণশক্তি প্রদর্শন দেখা যায়। তার গানের কথায় লেখা হয়: এভাবে পালানো খুব ক্লান্তির, কেন সমস্যার মুখোমুখি হবে না? আমি সবসময় আমার অনুভূতি ও অন্তর্জ্ঞান বিশ্বাস করি। আমি নিজের মত জীবন কাটাতে চাই। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের একটি সুন্দর গান ‘UV rays’।গান ৩

 

২০০৭ সালে ছাই শি ইয়ুনের দ্বিতীয় অ্যালবাম মুক্তি পায়। সেই সময় তাইওয়ানে R&B ও পপ সংগীত খুব জনপ্রিয় ছিল। তাই তার এই অ্যালবামের অনেক গান হল R&B ও পপ গান । তার বিশেষ কণ্ঠ ও গাওয়ার স্টাইল সাধারণ পপ গানকে অন্যরকম অনুভূতি দেয়। বন্ধুরা, এখন আমরা শুনবো এই অ্যালবাম থেকে ছাই শি ইয়ুনের সুন্দর পপ গান ‘ফিরে পাওয়া’।গান ৪

 

কয়েকটি পপ অ্যালবাম প্রকাশিত হওয়া এবং ভালো সাড়া পেলেও ছাই শি ইয়ুন মনে করেন এটা তার পছন্দের সংগীত নয়। তাই, ২০১২ সালে তিনি একটি স্বাধীন সংগীত স্টুডিও প্রতিষ্ঠান করেন। গান গাওয়ার পাশাপাশি নিজে গান রচনা ও তৈরি করতে শুরু করেন। ২০১৪ সালে ডিজি নামে নতুন অ্যালবাম ‘ডিজি’ প্রকাশ করেন। এই অ্যালবাম সম্পূর্ণরূপে তার নিজস্ব ধারণা অনুসারে তৈরি করা হয়। এতে তিনি অনেক ইলেকট্রনিক ও হিপ-হপ সংগীত ব্যবহার করেন এবং পাশ্চাত্য সংগীতের সঙ্গে ও চীনা সংগীতের উপাদান মিশিয়ে দেন। ফলে তার গানগুলোর অনন্য স্টাইল অনেক মানুষের পছন্দ হয়। বন্ধুরা, এখন শুনুন তার জনপ্রিয় গান ‘Unrequited Love’।গান ৫

 

বন্ধুরা, এবার আমরা একসঙ্গে শুনবো ছাই শি ইয়ুনের খুব বিশেষ ও জনপ্রিয় একটি গান ‘Shanghai Was Lit’। গানতে হিপ-হপের কাঠামোতে চীনা সংগীত ও সংস্কৃতির উপাদান মিশে গেছে। এতে শোনা যায় ইংরেজি ও শাংহাইয়ের স্থানীয় ভাষা এবং ইলেকট্রনিক উপাদান ও চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। শাংহাইয়ের গভীর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। একই সঙ্গে খুব আধুনিক ও আন্তর্জাতিক মহানগর। তিনি এই গানের মাধ্যমে শাংহাইয়ের ঐতিহ্যবাহী ও আধুনিক গুণাবলী তুলে ধরেন। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘Shanghai Was Lit’ শুনুন।গান ৬

 

সাম্প্রতিক বছরগুলোতে হিপ-হপ সংগীত চীনে জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ছাই শি ইয়ুন সম্পর্কে আরো বেশি মানুষ জানতে পেয়েছে। তার সংগীতে নারী স্বাধীনতার ধারণা অনেক তরুণ মানুষদের পছন্দ হয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ছাই শি ইয়ুনের আরেকটি সুন্দর গান ‘Hello Tomorrow’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।