ইতিহাসের চাকা অবশ্যই একতরফা কর্মকাণ্ড ও সংরক্ষণবাদ ধ্বংস করবে: চীনা পররাষ্ট্রমন্ত্রী
2024-05-15 19:44:47


মে ১৫: আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইতিহাসের চাকা অবশ্যই একতরফা কর্মকাণ্ড ও সংরক্ষণবাদ ধ্বংস করবে। 


তিনি বলেন, বিশ্ববাসী সুস্পষ্টভাবে লক্ষ্য করেছে যে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘনঘন চীনের ওপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে এবং শুল্কনীতির অপব্যবহার করেছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র পাগলের মতোই চীনের স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক ও প্রযুক্তিগত কার্যক্রমে আঘাত ও চাপ প্রয়োগ করার অপচেষ্টা করেছে। যা বর্তমান বিশ্বের সবচেয়ে জোর-জবরদস্তি আচরণ! মার্কিন কিছু লোকের ‘একমেরু বিশ্বের আধিপত্য’ রক্ষার চেষ্টা ইতোমধ্যে অযৌক্তিক হয়ে গেছে। তাদের এমন আচরণ মার্কিন শক্তি প্রমাণ করতে পারে না, বরং শুধুই তাদের আত্মবিশ্বাসের সংকট দেখা যায়! এ আচরণ যুক্তরাষ্ট্রের বিদ্যমান সমস্যা সমাধান করতে পারবে না, বরং আন্তর্জাতিক উৎপাদন ও সরবরাহ চেইনের স্বাভাবিক প্রবাহ নষ্ট করবে; পাশাপাশি এ আচরণ চীনের উন্নয়নকেও বাধা দিতে পারবে না।


চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, একতরফা কর্মকাণ্ড ও সংরক্ষণবাদ যুগের উন্নয়নের ধারার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ইতিহাসের চাকা অবশ্যই সবগুলো ধ্বংস করবে। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের এ গুরুত্বপূর্ণ সময় আন্তর্জাতিক সমাজের উচিত যুক্তরাষ্ট্রকে জানানো যে, বিশ্বে আরও নতুন সমস্যা তৈরি করা ঠিক হবে না।(আকাশ/তৌহিদ/ফেইফেই)