চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ একদম ভুল
2024-05-15 19:25:47

মে ১৫: চীনের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণার বিষয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে ওয়াং ওয়েন বিন বলেন, চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাসঙ্গিক বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। চীন জোর দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য বিষয় নিয়ে রাজনীতি করছে। চীনের উপর আরো শুল্ক আরোপ করা হলে তা আমদানিকৃত পণ্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এতে মার্কিন কোম্পানি ও ভোক্তাদের আরও বেশি ক্ষতি হবে। মুডি'স-এর অনুমান অনুসারে, মার্কিন গ্রাহকরা চীনের উপর অতিরিক্ত শুল্কের ৯২ শতাংশ খরচ বহন করে, এজন্য মার্কিন পরিবারগুলোকে বছরে অতিরিক্ত ১৩০০ মার্কিন ডলার খরচ করতে হবে। যুক্তরাষ্ট্রের সংরক্ষণবাদী পদক্ষেপ বিশ্বব্যাপী সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আরও বেশি ক্ষতিকর। চীন লক্ষ্য করেছে যে, অনেক ইউরোপীয় রাজনীতিবিদ বলেছেন অতিরিক্ত শুল্ক আরোপ করা বিশ্ব বাণিজ্যকে দুর্বল করার ক্ষেত্রে একটি খারাপ কৌশল। চীন যুক্তরাষ্ট্রকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলা এবং অবিলম্বে চীনের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক বাতিল করার তাগিদ দেয়। চীন নিজের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)