তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ: মুখপাত্র
2024-05-15 19:36:46

মে ১৫: আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত একটি নিয়মিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন পিন হুয়া জানান, তাইওয়ান হচ্ছে চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান সমস্যাটি একেবারে চীনের অভ্যন্তরীণ ব্যাপার, এতে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।


তিনি জানান, মার্কিন কিছু চীন-বিরোধী মানুষ ‘বর্তমান ইউক্রেন আগামীকালের তাইওয়ান’সহ নানা তথ্য প্রচার করছে। এতে যে বার্তা ছড়িয়ে পড়ছে, তা খুবই বিপজ্জনক। বাস্তবতা প্রমাণ করেছে যে, যেখানে যুক্তরাষ্ট্র সমস্যা তেরি করে, সেখানে ক্ষয়ক্ষতি হবেই। এখন তারা তাইওয়ানের উদ্দেশ্যে এমন আচরণ করছে। এতে আবারও তাদের ‘তাইওয়ানকে কাজে লাগানো এবং তাইওয়ানের ক্ষতি করার’ নিকৃষ্ট ইচ্ছা প্রতিফলিত হয়েছে। 


তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি পালন করে আসছে। যুক্তরাষ্ট্র ও ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষের এহেন আচরণের প্রকৃত লক্ষ্য তাইওয়ানবাসী চীনারা অবশ্যই স্পষ্টভাবে জানে। শুধু দৃঢ়ভাবে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী’ কার্যক্রম ও বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করলে, তাইওয়ান প্রণালীর দু’পারের শান্তি ও স্থিতিশীলতা, তাইওয়ানবাসীদের কল্যাণ ও তাইওয়ানের উন্নয়ন নিশ্চিত করে যাবে বলে মুখপাত্র জোর দিয়ে জানান।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)