ইয়াও শিয়াওথাং
2024-05-15 16:14:36

ইয়াও শিয়াওথাং ১৯৯৮ সালের ১১ সেপ্টেম্বর চীনের কুয়াংতোং প্রদেশের শানওয়ে শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূখণ্ডের একজন গায়িকা ও অভিনেত্রী। তিনি সেন্ট্রাল একাডেমি অফ ড্রামার মিউজিক্যাল থিয়েটার পারফরম্যান্স মেজরের স্নাতক।

 

২০২০ সালের ২১ সেপ্টেম্বর তিনি পারফরম্যান্স ভিডিও সিরিজ “শেষ পাতাল রেল” প্রকাশ করেন। একই বছরের ২৫ ডিসেম্বর তিনি হুনান টিভি’র সঙ্গীতের এতটি বৈচিত্র্যপূর্ণ ইন্টারেক্টিভ শো-তে অংশ নেন। একই বছর তিনি পর্যায়ক্রমে ‘মেঘ যদি উড়ে যায়’ ও ‘আবার দেখা হবে’ একক গান প্রকাশ করেন।

২০২১ সালে ইয়াও শিয়াওথাং চেচিয়াং টিভির সঙ্গীত অনুপ্রেরণামূলক পর্যালোচনা অনুষ্ঠান ‘দা ভয়েস অফ চায়না সিং! চায়না ২০২১’-তে অংশ নিয়ে সারা দেশে চতুর্থ স্থান লাভ করেন। একই বছরের ৬ নভেম্বর তিনি একক গান ‘স্বল্পস্থায়ী ভালোবেসেছি’ প্রকাশ করেন। কিন্তু বন্ধুরা, এখন আমি ইয়াও শিয়াওথাংয়ের ২০২৩ সালের ৫ মে প্রকাশিত একটি গান আপনাদের শোনাতে চাই, গানের নাম ‘অসহায়ত্ব’। গানটিতে বলা হয়েছে: “তুমি হাতের ঘুড়ির মতো, আকাশে অদৃশ্য। অথচ আমি নির্বোধের মতো অপেক্ষা করেছি। কী করে ভুলবো তোমায়? কিভাবে আমি নিজেকে প্রবোধ দিতে পারি এবং আমার শরীরে যে সমস্ত দাগ তুমি দিয়েছো, তা মুছতে পারি? তোমার চলে যাওয়ার পর, আমি আর সম্পূর্ণ নই। প্রথমদিকের দেখার উষ্ণতা সময়ের সাথে ধীরে ধীরে হারায়। আমি কিভাবে তোমাকে ভুলতে পারি, তোমাকে যেতে দিব, এবং তোমার পরবর্তী যাত্রাকে গ্রহণ করব?...”

 

২০২২ সাল ছিল ইয়াও শিয়াওথাংয়ের জন্য খুব ব্যস্ত একটি বছর। জানুয়ারিতে তিনি একটি ইন্টারনেট নাটকের জন্য পরিচিতিমূলক গান গান। জুনে তিনি এক অনুপ্রেরণামূলক সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেন। সেপ্টেম্বরে তিনি একটি কমেডি রহস্য চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন। বছরের শেষ দিন চেচিয়াং টিভির কাউন্টডাউন পার্টিতে গান পরিবেশন করেন। ২০২৩ সালের ৫ মে তিনি প্রথম একক ইপি ‘অ্যাগ্লোনিজম’ প্রকাশ করেন। এতে ‘আমি তোমাকে মিস করলাম’ ও ‘তার গাছ’সহ মোট ৪টি গান অন্তর্ভূক্ত আছে। তাহলে বন্ধুরা, এখন আমি ‘আমি তোমাকে মিস করলাম’ ও ‘তার গাছ’ গান দুটি আপনাদের শোনাতে চাচ্ছি। 

“কৃত্রিম” হলো ইয়াও শিয়াওথাংয়ের গাওয়া একটি গান। গানটি ২০২৩ সালের ৩০ জুন প্রকাশিত হয়। এটিও তাঁর প্রকাশিত প্রথম ইপি থেকে নেওয়া। আচ্ছা 

 

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের ইয়াও শিয়াওথাং-এর আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘Last Dance’। এ গানে তাঁর কণ্ঠের অন্য রকম স্বাদ পাওয়া যায়। আচ্ছা, এখন গানটি শুনুন। 

 (প্রেমা/আলিম)