সার্বিক সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে হবে: সি চিন পিং
2024-05-15 19:22:19

মে ১৫: বৃহস্পতিবার চীনের "ছিউশি" ম্যাগাজিনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং-এর একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হবে। এর শিরোনাম "সার্বিক সংস্কার ও গভীর উন্মুক্তকরণ এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নে ক্রমাগত শক্তিশালী শক্তি যোগ করা।" এটি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ বক্তৃতার একটি উদ্ধৃতি।

 

নিবন্ধে জোর দেওয়া হয়েছে যে, সংস্কার ও উন্মুক্তকরণ সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য চীনের নেওয়া একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এবং এটি একটি মূল পদক্ষেপ, যা চীনা আধুনিকায়নের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে।

নিবন্ধটি নির্দেশ করে যে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রকে সমুন্নত রাখতে হবে, বিকাশ করতে হবে; অবশ্যই সামাজিক উত্পাদনশীল শক্তি বিকাশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, উত্পাদনের সম্পর্ককে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এবং ক্রমাগত অর্থনৈতিক ভিত্তি বিকাশের সঙ্গে মানানসই হতে হবে। সার্বিক সংস্কারকে সম্প্রসারণ করার প্রস্তাব হল আমাদের সমাজের মৌলিক দ্বন্দ্ব পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া।

নিবন্ধে উল্লেখ করা হয় যে, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণকে এগিয়ে নিতে, আমাদের অবশ্যই আরও ব্যাপকভাবে সংস্কার ও উন্মুক্তকরণকে আরও গভীর করতে হবে, ক্রমাগত উত্পাদন শক্তিকে মুক্ত করতে হবে, সামাজিক উৎপাদন শক্তির বিকাশ করতে হবে এবং সামাজিক জীবনীশক্তিকে উন্নত করতে হবে।

 

(শুয়েই/তৌহিদ/আকাশ)