আসিয়ানের দেশগুলোর সঙ্গে রেকর্ড বাণিজ্য
2024-05-15 15:00:42

মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম চারমাসে আসিয়ান দেশগুলোর সঙ্গে দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে। এই সময়ে ১৫৭ দশমিক ১ বিলিয়ন ইউয়ান সমমূল্যের পণ্য আমদানি ও রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৫ শতাংশ বেশি।

সম্প্রতি সিয়ামেন কাস্টমস কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

সিয়ামেন কাস্টমসের তথ্যানুযায়ী, প্রথম চারমাসে আসিয়ান সদস্য দেশগুলোতে  ১০৪ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্যে প্রধান রপ্তানি পণ্য ছিল যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক পণ্য এবং পরিষেবা পণ্য।

এছাড়া পরিসংখ্যানে আরও দেখা যায়, ব্যক্তিগত উদ্যোগগুলোর অবস্থান আরও উন্নত হচ্ছে। প্রথম চার মাসে ফুচিয়ানের ব্যক্তিগত উদ্যোগ এবং আসিয়ানের মধ্যে আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল ১০৬ দশমিক ৫৪ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ১ শতাংশ বেশি।

ফুচিয়ান প্রদেশ চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। প্রদেশটির সঙ্গে আসিয়ান দেশগুলোর এই বর্ধিত বাণিজ্য দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের সাক্ষ্য বহন করে।

শুভ/শান্তা                          

তথ্য ও ছবি: সিসিটিভি