‘তোমাকে ভালোবাসার স্মৃতি’
2024-05-15 16:43:50

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ছেং ছিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ইয়ু ছেং ছিং, ১৯৬১ সালের ২৮ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার, উপস্থাপক ও অভিনেতা।

১৯৮৬ সালে ইয়ু ছেং ছিং তাঁর প্রথম অ্যালবাম ‘মর্মাহত কণ্ঠশিল্পী’ প্রকাশ করেন। এর লক্ষাধিক কপি বিক্রি হয়। এই অ্যালবামের গানগুলো ইয়ু ছেং ছিং-এর নিজস্ব রচনা। তিনি তাইওয়ানে নিজস্ব অ্যালবাম প্রকাশ করা প্রথম কণ্ঠশিল্পী।

২০০১ সালে ইয়ু ছেং ছিং-এর অ্যালবাম ‘সুনামি’ বাজারে আসে। ২০০২ সালে তিনি এই অ্যালবাম নিয়ে ১৩তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। ২০১৪ সালের জানুয়ারি মাসে ইয়ু ছেং ছিং আবারও সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে ‘তোমাকে ভালো না-বাসা সম্ভব না’ গানটি পরিবেশন করেন।

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছেং ছিং-এর গান ‘তোমাকে ভালোবাসার স্মৃতি’। গানের কথাগুলো এমন: কবে দেখতে পাবো তোমার ক্লান্ত মুখ? আমি কি করে ভুলবো তোমায় ভালোবাসার প্রতিশ্রুতি। প্রতি রাতে ঘুমাতে পারি না। কীভাবে নিজেকে বলবে আর কান্নায় ফেটে পড়বে না। প্রতি রাতে হৃদয় ব্যথা দুঃস্বপ্ন। তোমাকে ভালবাসার স্মৃতি বিষণ্ণতার প্রতিটি ইঞ্চি। তোমাকে ভালবাসার অনুভূতি অগণিত উল্টোপাল্টা।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছেং ছিং-এর গান ‘আমি জানি আমি বড় হয়েছি’। গানের কথাগুলো এমন: আর আতঙ্ক নয় চোখে।  সন্দেহ নেই, আর সংগ্রাম নেই। মাথা ওঠাও। অশ্রু নেই। তোমার নিজের স্বপ্ন আছে আর কোনো বিচরণ পদক্ষেপ নেই। আমার দিকে তাকিয়ে আর উল্লাস নেই। আমি চাই না আবার স্বপ্ন দেখি। আমি জানি আমি বড় হয়েছি।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছেং ছিং-এর গান ‘আনন্দের গান’। গানের কথায় বলা হয়, তুমি কি খুশি? আমি খুব খুশি।  প্রথম পদক্ষেপ হল একধাপ পিছিয়ে যাওয়া। তুমি কি খুশি? আমি খুব খুশি। যতক্ষণ সবাই আমাদের সাথে গান গায়। সুখের আসলে কোন মানে হয় না।  তুমি বলো,  সুখ একটি সহজ জিনিস।

আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি ইয়ু ছেং ছিং-এর আরেকটি গান। গানের নাম ‘আমার কোলে আসো’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ছেং ছিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)