পণ্য নিয়ে ছুটছে চালকবিহীন ট্রাক
2024-05-15 15:47:06

মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চালকবিহীন যানবাহনের ধারণা দীর্ঘদিন ধরে কল্পকাহিনীতে বিদ্যমান ছিল। সম্প্রতি এমন কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে পণ্য পরিবহনে হাইড্রোজেন জ্বালানী সমৃদ্ধ চালকবিহীন ট্রাক নিয়ে আসলো চীন।

উত্তর চীনের প্রধান অর্থনৈতিক অঞ্চল বেইজিং-থিয়েচিন-হবেই এক্সপ্রেসওয়েতে চলাচল করছে এই ট্রাক। ফলে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে পণ্য পরিবহনে যুক্ত হলো নতুন মাত্রা।

সম্প্রতি পণ্যবাহী এমনি একটি চালকবিহীন ট্রাক বেইজিংয়ের মাচুছিয়াও লজিস্টিক পার্ক থেকে বেইজিং-থিয়েচিন-থাংকু এক্সপ্রেসওয়ে ধরে যাত্রা শুরু করে। ট্রাকটি হবেই প্রদেশের লাংফাং হয়ে পূর্ব থিয়েনচিনের থাংকু জেলার থিয়েচিন বন্দরে পৌঁছায়।

কোন ধরনের মানব স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়  যানটি সফলভাবে বিভিন্ন ট্রাফিক পরিস্থিতি অতিক্রম করে। পাশাপাশি সফলভাবে গন্তব্যস্থানে পৌঁছে।

বেইছি ফোটন ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটের উপ-পরিচালক থিয়েন চুথাও বলেন, ‘এটি ট্রাফিক নিরাপত্তা উন্নত এবং পরিচালনা ব্যয় কমাতে সক্ষম।’

এ ট্রাকটি সেন্সর, ক্যামেরা এবং সফ্টওয়্যার ব্যবহার করে নিজেই দিক নির্ধারণ এবং চলাচল করতে সক্ষম।

শুভ/শান্তা