কিছু চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের দৃঢ় বিরোধিতা চীনের
2024-05-15 14:59:48

মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: কিছু চীনা পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ বিষয়ে চীন দৃঢ়ভাবে বিরোধিতা করেছে এবং নিজের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।

ধারা ৩০১ এর অধীনে বিদ্যমান শুল্কের উপরে, মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার তার বৈদ্যুতিক যানবাহন, লিথিয়াম-আয়ন ব্যাটারি, সৌর কোষ, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, সেমিকন্ডাক্টর, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং ক্রেন সহ চীনা পণ্যের আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, দেশীয় রাজনৈতিক বিষয় দ্বারা চালিত ধারা ৩০১  শুল্ক পর্যালোচনা পদ্ধতির মার্কিন অপব্যবহার এবং কিছু চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বৃদ্ধির কারণে চীন গভীরভাবে অসন্তুষ্ট।

বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপটি বাণিজ্য সমস্যাকে রাজনীতিকরণ করে এবং তাদের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এটিকে "সাধারণ রাজনৈতিক ম্যানিপুলেশন" বলে অভিহিত করে চীন।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) এরমধ্যেই রায় দিয়েছে যে ধারা ৩০১ শুল্কসমূহ ডাব্লুটিও প্রবিধান লঙ্ঘন করলেও মার্কিন পক্ষ তার অন্যায় কাজ চালিয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন শুল্ক বৃদ্ধি দুই দেশের নেতাদের মধ্যে উপনীত ঐকমত্য এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির বিরুদ্ধে যায় এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, মার্কিন পক্ষের অবিলম্বে তার ভুল সংশোধন করা উচিত এবং চীনের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক ব্যবস্থা প্রত্যাহার করা উচিত।

শান্তা/মিম