ইউক্রেন সমস্যায় চীনকে অপবাদ দেওয়ার বক্তব্য অগ্রহণযোগ্য: মুখপাত্র
2024-05-15 19:39:07

মে ১৫: আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, ইউক্রেন সমস্যায় চীনকে অপবাদ দেওয়ার বক্তব্য অগ্রহণযোগ্য। 


তিনি জানান, অস্ত্র রপ্তানি খাতে চীন সবসময় সাবধানতা ও দায়িত্ব পালন করে। বেসামরিক ড্রোন ও কিছু উপকরণের সামরিক ও বেসামরিক দ্বৈত ব্যবহারের সুযোগ থাকায়, রপ্তানি খাত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে চীন। চীন ইউক্রেন সংকট তৈরি করে নি; এতে কোনোভাবে জড়িতও নয়। তবে, চীন সবসময় শান্তি ও আলোচনা বাস্তবায়নের জন্য কাজ করে আসছে। চীনের ওপর চাপ দিয়ে সমস্যা সমাধান হবে না।  


চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন-রুশ স্বাভাবিক বাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা ও বাজারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তা তৃতীয়পক্ষের উদ্দেশ্যে নয়, এর বিরুদ্ধে বাইরের হস্তক্ষেপ ও হুমকিও অগ্রহণযোগ্য। চীনের যথাযথ, বৈধ স্বার্থ ও অধিকারকে লঙ্ঘন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)