কয়েকটি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছেন চীনের প্রেসিডেন্ট
2024-05-15 14:53:45

মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চীনের প্রেসিডেন্ট সি চিনপিং কয়েকটি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছেন।মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সুন ওয়েইতোংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন সু ফেইহোং। জাতিসংঘে চাং চুনের স্থলাভিষিক্ত হলেন ফু ছোং। ইরানে ছাং হুয়ার স্থলাভিষিক্ত হলেন ছোং পেইউ। সৌদি আরবে ছেন ওয়েইছিংয়ের স্থলাভিষিক্ত হলেন ছাং হুয়া। গিনি বিসাউতে কুয়ো ছ্যর স্থলাভিষিক্ত হলেন ইয়াং রেনহুয়ো। টোংগাতে ছাও সিয়াওলিনের স্থলাভিষিক্ত হলেন লিউ ওয়েইমিন। ডোমিনিকায় লিন সিয়ানচিয়াংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন ছু মাওমিং। ইরিত্রিয়াতে ছাই ক্যর স্থলাভিষিক্ত হয়েছেন লি সিয়াং।

শান্তা/মিম