মহাপ্রাচীর সম্পর্কে জানা ও সুরক্ষায় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দিক-নির্দেশনা
2024-05-15 19:37:34


মে ১৫: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ১৪ মে বেইজিং শহরের সি শিয়া গ্রামবাসীদের একটি জবাবি চিঠিতে তাঁদের শুভকামনা জানান। পাশাপাশি, চিঠিতে তিনি আরও মানুষকে মহাপ্রাচীর সম্পর্কে জানা এবং স্থাপনাটি সুরক্ষায় দিক-নির্দেশনা দিয়েছেন। 


চিঠিতে তিনি বলেছেন, অনেক বছর আপনারা স্বেচ্ছাসেবক হয়ে মহাপ্রাচীর রক্ষায় কাজ করেছেন, মহাপ্রাচীর বিষয়ক সংস্কৃতি উন্নত করেছেন এবং মহাপ্রাচীর সম্পদ কাজে লাগিয়ে জীবনের মান উন্নত করেছেন। এতে আমি অনেক আনন্দিত। 


সি চিন পিং জোর দিয়ে বলেন, মহাপ্রাচীর হচ্ছে চীনা জাতি ও চীনা সভ্যতার গুরুত্বপূর্ণ প্রতীক। এতে চীনা জাতির অধ্যবসায়ের চেতনা, একতা ও দৃঢ়তার দেশপ্রেম প্রতিফলিত হয়েছে। এ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সুষ্ঠুভাবে রক্ষা করা ও উন্নত করা সবার অভিন্ন দায়িত্ব। প্রেসিডেন্ট সি আশা করেন, সবাই ঘরবাড়ি রক্ষা করার মতো করে মহাপ্রাচীর রক্ষা করবে, মহাপ্রাচীরের সংস্কৃতি এগিয়ে নেবে এবং মহাপ্রাচীরের গল্প প্রচার করবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)