স্নাতক তরুণদের কর্মসংস্থানের প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানালেন ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং
2024-05-15 14:58:47

মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং কলেজ স্নাতকদের কর্মসংস্থান বাড়ানো এবং তরুণদের মধ্যে স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত করার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা বিষয়ে মঙ্গলবার একটি ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন।

তিনি বলেন, বড় প্রকল্প এবং মূল কর্মসূচির প্রচার এবং অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণের জন্য ব্যবস্থা চালু করার মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন।

তিং বলেন, সরকারের উচিত যত বেশি সম্ভব নতুন চাকরি তৈরি করা।

 গ্র্যাজুয়েটদের তৃণমূল সংস্থাগুলোতে যোগদানের জন্য উত্সাহিত করার গুরুত্ব তুলে ধরে তিং বলেন, গ্রামীণ পুনরুজ্জীবন, সামাজিক কাজ, বয়স্ক পরিসেবা এবং কমিউনিটি পর্যায়ে জরুরী প্রতিক্রিয়ার মতো ক্ষেত্রগুলোতে আরও কর্মসংস্থান তৈরি করা উচিত।  

কলেজ স্নাতকদের জন্য তাদের কর্মজীবন এবং চাকরির পছন্দের বিষয়ে সঠিক নির্দেশনার গুরুত্বের উপর জোর দেন তিং।

স্নাতকদের উদ্যোক্তা হওয়ার পরিকল্পনার বিষয়ে, অর্থ, স্থান এবং অভিজ্ঞতার ঘাটতি মোকাবেলায় তাদের সহায়তা করার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারি কাজের প্রতিবেদন অনুযায়ী, চীন এই বছর ১২ মিলিয়নেরও বেশি শহুরে চাকরি তৈরি করার লক্ষ্য নিয়েছে।

শান্তা/মিম