‘এত সুন্দর’
2024-05-14 19:24:28

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং খুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ইয়াং খুন, ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর চীনের ইনারমঙ্গোলিয়ার বাও থৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের বিখ্যাত গায়ক, অভিনেতা এবং সংগীত প্রযোজক।

১৯৮৭ সালে হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর ইয়াং খুন এক ইস্পাত কোম্পানিতে দু’বছর বিদ্যুত্-মিস্ত্রি হিসেবে কাজ করেছেন। ১৯৮৯ সালে ইয়াং খুন ইস্পাত কোম্পানির আয়োজিত ‘মে মাসের ফুল’ নামে সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৯১ সালে পরীক্ষায় পাস করে ইয়াং খুন ইনারমঙ্গোলিয়ার সশস্ত্র পুলিশে শিল্পী দলে ভর্তি হন। তখন থেকে তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন।

১৯৯৩ সালে ইয়াং খুন ইনারমঙ্গোলিয়া থেকে বেইজিংয়ে আসেন এবং পানশালায় গান গাওয়া শুরু করেন। তিনি খুব কম কথা বলতেন। তাই তার বেশি ভক্ত তৈরি হয়নি। সেই সময় তিনি স্থিতিশীল চাকরি ও আয়ও করতে পারতেন না। বলা যায়, তখন ইয়াং খুনের জীবন অনেক কষ্টের ছিল, টাকার অভাবে তিনি ৫০ বার বাসা পরিবর্তন করেছেন।

বন্ধুরা, এখন শুনুন ইয়াং খুনের কণ্ঠে ‘এত সুন্দর’ গানটি। গানের কথায় বলা হয়, স্মৃতি টুকরো টুকরো করে ফেলি। শুধু মদের গ্লাসে বিলীন হই। আজ রাতে শেষবার তোমার জন্য মাতাল।  কান্না বিশ্বাস করবে না।  একটি হার্টব্রেক বাঁচাতে পারে। জমায়েত, বিচ্ছেদ ও বিচ্ছিন্নতা এগুলোই কি? হাজার বার, বার বার আলতো করে বিদায় জানায়। মন খারাপ করতে হবে কেন।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়াং খুনের গান ‘তোমার চলে যাওয়ার পরে।’ গানের কথায় বলা হয়, সময় অনুসরণ করো এবং পার্থক্য অনুভব করো। হয়তো তোমার প্রিয় অভিবাদন। তুমি ভ্রুকুটি করছো কেন। আমি যথেষ্ট দেখতে পাচ্ছি না। যে অভিব্যক্তি তাই মৃদু। তুমি বলেছিলে কাল চলে যাবে। আমি চাইলেও থাকতে পারবো না। কারণ, এটাই ভালোবাসার যন্ত্রণা। সূর্যের স্বপ্নকে বুঝতে পারে?

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়াং খুনের গান ‘আজ রাত বিশ বছর বয়স’। গানের কথায় বলা হয়, কিছু প্রশ্ন মাত্র বিশ বছর বয়েসে রেখে দেওয়া যায়। ঠিক যেমন আমি প্রথমে বিদায় জানালাম কেন।  আমার যা অভাব থাকুক না কেন, আমি শুধু জানি আমি কি চাই না।  ভালবাসা ও ঘৃণা তাই পরম। কিছু পাগলামি শুধুমাত্র বিশ বছর বয়সের অন্তর্গত হতে পারে। এমনকি যদি তোমার এখনও এটি না থাকে, তবে তুমি এটি বিনামূল্যে দিতে পারো।  অনুশোচনা শুধু কারণ আমি ভুল সুযোগ মিস করছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি ইয়াং খুনের আরেকটি গান, গানের নাম ‘খালি শহর’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং খুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)