বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘পিয়নি উপভোগ’, এর চীনা ভাষা হল ‘赏牡丹’। বন্ধুরা চলুন, শুরুতে এ পাঠের অডিও শুনে নেই।
প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হলো চীনের বিখ্যাত কবি লিউ ইয়ু সি রচিত একটি কবিতা। একইসঙ্গে তিনি থাং রাজবংশের বিখ্যাত মন্ত্রী ও দার্শনিক ছিলেন। ছোটবেলা থেকেই লিউ ইয়ু সি’র উচ্চ সাহিত্যিক প্রতিভা দেখা যায়, যৌবনকালে তিনি ভালো কবিতা লিখে খ্যাতি অর্জন করেন। জাতীয় পরীক্ষায় পাস করে তিনি সরকারে যোগ দেন ও মন্ত্রীর দায়িত্ব পান এবং অনেক সংস্কার করেন। এজন্য তার কবিতায় দেশ প্রশাসন ও সমাজের সমালোচনা দেখা যায়।
লিউ ইয়ু সি’র কবিতা ও প্রবন্ধের বিষয় বৈচিত্র্যময়। তবে প্রকৃতি নিয়ে লেখা কবিতাগুলোও সবচেয়ে ভালো। যেমন আজকের এই পাঠ। পিয়নি ফুল- বড় আকার ও সৌন্দর্যের জন্য বিখ্যাত। থাং রাজবংশের সময়ে পিয়নি ফুল ব্যাপক জনপ্রিয় হয় এবং জাতীয় ফুল হিসেবে বিবেচিত হয়। পিয়নি ফুল উপভোগও বসন্তকালীন রীতি হয়ে উঠেছে। এই কবিতায় লেখক পিয়নি ফুল ও চীনের অন্যান্য কিছু জনপ্রিয় ফুলের সঙ্গে তুলনা করেন, এবং পিয়নি ফুল ফোটার অসাধারণ দৃশ্য বর্ণনা করেন। এরপর থেকে পিয়নির কথা বললে এই কবিতা বারবার উদ্ধৃত করা হয়।
এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
牡丹花 mǔ dān huā পিয়নি ফুল 开花 kāi huā ফুল ফোটা 赏花 shǎng huā ফুল উপভোগ করা
牡丹花开了mǔ dān huā kāi le পিয়নি ফুল ফুটেছে 大家在花园里赏花 dà jiā zài huā yuan li shǎng huā সবাই বাগানে ফুল উপভোগ করছে
院子 yuàn zi উঠান 我家有一个小院子 wǒ jiā yǒu yí gè xiǎo yuàn zi আমার বাড়িতে একটি ছোট উঠান আছে 他的院子里有很多牡丹花 tā de yuàn zi lǐ yǒu hěn duō mǔ dān huā তার উঠানে অনেক পিয়নি ফুল আছে 他坐在院子里晒太阳 tā zài yuàn zi lǐ shài tài yáng উঠানে সে রোদে পোহায়।
别的 bié de অন্য/অন্যান্য 别的花 bié de অন্য ফুল 别的人bié de rén অন্য মানুষ 别的地方bié de dì fāng অন্য জায়গা 我没有别的办法了 wǒ méi yǒu bié de bàn fǎ le আমার অন্য কোনো উপায় নেই 我想干别的事情wǒ xiǎng gàn bié de shì qíng আমি অন্য কাজ করতে চাই
真正的 zhēn zhèng de সত্য/প্রকৃত 真正的朋友 zhēn zhèng de péng yǒu সত্য/প্রকৃত বন্ধু 真正的美丽 zhēn zhèng de měi lì সত্য/প্রকৃত সৌন্দর্য 你没有理解它真正的含义 nǐ méi yǒu lǐ jiě tā zhēn zhèng de hán yì তুমি এর সত্য অর্থ বুঝতে পাও না। 只有努力才能取得真正的成功 zhǐ yǒu nǔ lì cái néng qǔ dé zhēn zhèng de chéng gōng শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমে সত্যিকারের সাফল্য অর্জন করতে পারে।