শাংহাইয়ে নির্মাণের অনুমতি পেল টেসলার মেগা কারখানা
2024-05-14 17:18:01

মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ের একটি পরীক্ষামূলক মুক্ত বাণিজ্য অঞ্চলে নতুন মেগা কারখানা প্রকল্প নির্মাণের অনুমতি পেয়েছে মার্কিন গাড়ি নির্মাতা টেসলা। সম্প্রতি শাংহাইয়ের লিংকাং নতুন অঞ্চলের ব্যবস্থাপনা কমিটি জানাল এ তথ্য।

যুক্তরাষ্ট্রের বাইরে টেসলার প্রথম এনার্জি স্টোরেজ মেগা ফ্যাক্টরি প্রকল্প হিসেবে এটি লিংকাং নতুন এলাকায় স্থাপিত হবে। ২০২৫ সালের প্রথম তিন মাসেই প্রকল্পটি বড় আকারের উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে।

কারখানাটি প্রাথমিকভাবে বছরে ১০ হাজার মেগাপ্যাক ইউনিট উৎপাদন করবে। যার প্রায় ৪০ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের সমান।

টেসলার মতে, মেগাপ্যাক একটি শক্তিশালী এনার্জি স্টোরেজ হবে, যা মূল গ্রিডকে স্থিতিশীল করবে এবং বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধ করবে।

২০১৯ সালের জানুয়ারিতে টেসলা শাংহাইতে তাদের প্রথম গিগাফ্যাক্টরির নির্মাণকাজ শুরু করে।

ফয়সল/শান্তা