বিশ্বব্যাপী চীনের তৈরি শিল্ড টানেলিং মেশিনের জনপ্রিয়তা বাড়ছে
2024-05-13 15:20:23

মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: উদ্ভাবনী প্রযুক্তি এবং উচ্চ কর্মক্ষমতার জন্য বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে চীনের তৈরি শিল্ড টানেলিং মেশিন (এসটিএম)।

 

এই মেশিনগুলো দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধবভাবে টানেল তৈরি করতে সক্ষম।

 

সম্প্রতি চীনের কেন্দ্রীয় হ্যনান প্রদেশের চেংচৌ শহরে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট গ্রুপের ওয়ার্কশপে একটি বিশাল শিল্ড টানেলিং মেশিনের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই মেশিনটি ইতালিতে প্রেরণের জন্য তৈরি করা হয়েছে।

 

এই মেশিনটির ক্রস-সেকশন ব্যাস প্রায় ১৪ মিটার। ইতালিতে রপ্তানি করা এ ধরনের মেশিনগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। এটি ক্রমাগত খনন করতে সক্ষম, পাশাপাশি এতে রয়েছে বেশ কয়েকটি উদ্ভাবনী প্রযুক্তি।

 

চীন রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট গ্রুপের প্রযুক্তি কেন্দ্রের প্রকৌশলী ইন ইয়ুফেং বলেন, ‘ইতালির মাটির গঠন বৈশিষ্ট্য ও গ্যাসের কথা মাথায় রেখে আমরা জোনিং ধারণা গ্রহণ করেছি এবং পুরো মেশিনকে বিস্ফোরণ প্রতিরোধী হিসেবে নকশা করেছি। ক্ষতিকারক গ্যাসে সমৃদ্ধ স্থানে খননের ক্ষেত্রে প্রচলিত শিল্ড মেশিনের তুলনায় এর দক্ষতা বেশি।’

 

নির্মাতারা আশা করছেন আগামী বছরগুলোতে বিদেশী বাজারে তাদের বিক্রি আরও বাড়বে। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তি বিকাশ এবং আরও ভালো গ্রাহক পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

 

শুভ/শান্তা