‘স্বপ্ন-শিকারী’
2024-05-13 10:50:20

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ওয়াং চুন খাই’র কন্ঠে ‘গাছ পড়ে’ শীর্ষক গান। ২০১৯ সালে ওয়াং চুন খাই বেইজিংয়ে নিজের প্রথম একক কনসার্ট আয়োজন করেন। ২০১৯ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পেঁয়াজ’ শীর্ষক গান শোনাবো। গানটি হলো তাইওয়ানের কন্ঠশিল্পী ইয়াং চং ওয়েই’র গান। ওয়াং চুন খাই ও ওয়াং ইউয়ান পুনরায় গানটি গেয়েছেন। আশা করি, দু’জনের কন্ঠে গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন ওয়াং চুন খাইয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী সিয়াও সিয়াও’র কন্ঠে ‘ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষী হতে হয়’ নামের গানটি শোনাতে চাই। গানটির কথা এমন: ‘আকাশ একটু অন্ধকার হয়েছে, পরিবেশ একটু নীল, চন্দ্রপ্রভা দেখতে অনেক উজ্জ্বল। আমাদের সংলাপ অনেক সহজ, শুনতে খুবই সাধারণ। কিন্তু তুমি উত্তেজিত হয়ো না। আমি জানি, সত্য তোমার জন্য খুবই কঠিন। হয়তো নির্ভুল আমার জন্য হল মিথ্যা। আগে আমি বলতে চাই না। আমি তোমার উচ্চাকাঙ্ক্ষা দেখতে চাই। মিথ্যা জীবন আমি চাই না। আমি তোমার সুহৃদ হতে চাই। আমি জানি, বিশ্বে নির্ভুল ভালোবাসা নেই। মানুষের প্রতিশ্রুতি খুবই কম বাস্তবায়িত হয়। আমি ‘খাঁটি তোমাকে’ চাই’।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন সিয়াও সিয়াও’র কন্ঠে ‘ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষী হতে হয়’ নামের গানটি। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লু হান’র পরিচয় দেবো। একজন শিল্পী ও অভিনেতা হিসাবে লুহান চীনে বেশ জনপ্রিয় ও সক্রিয়। তিনি তার প্রথম একক অ্যালবাম ‘রিলোডেড’ ২০১৫ সালে প্রকাশ করেন এবং অনেক হিট চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে আছে: ২০১৫ সালের ‘২০ ওয়ান্স অ্যাগেইন’, ২০১৫ সালের ‘দা উইটনেস’ এবং ২০১৬ সালের ‘টাইম রাইডার্স’। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘লিয়ানছেং কবিতা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লু হান’র কন্ঠে ‘লিয়ানছেং কবিতা’ শীর্ষক গান। তিনি ২০১৪ সালের অক্টোবর মাসে তার গানের গ্রুপ ছেড়ে দেন। সেই বছর তিনি চীনের জাতীয় রেডিও-র বিচারে চীনের ৬ষ্ঠ প্রধান জনপ্রিয় বিনোদন-তারকা নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি তার প্রথম টেলিভিশন সিরিজ ‘ফাইটার অফ দা ডেস্টিনি’তে অভিনয় করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘স্বপ্ন-শিকারী’ শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লু হান’র কন্ঠে ‘স্বপ্ন-শিকারী’ শীর্ষক গান। লুহান ১৯৯০ সালের ২০ এপ্রিল চীনের বেইজিংয়ের হাইতিয়ান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বেইজিং শিয়া মিডল স্কুল থেকে লেখাপড়া শেষ করেন এবং বেইজিং হাইতিয়ান ফরেন ল্যাঙ্গুয়েজ শিয়া ইয়ান স্কুলে ভর্তি হন। পরে তিনি দক্ষিণ কোরিয়ার ইউনসেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি সিউল ইনস্টিটিউট অফ আর্টসের ফলিত সঙ্গীত বিভাগে পড়াশুনা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বাতাস বইছে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)