‘রবীন্দ্রনাথের নির্দেশিত পথ অনুসারে ভারত-চীন মৈত্রীরর পথে সামনে আগাবো’—অভিজিত ব্যানার্জি
2024-05-13 16:14:27

মে ১১: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী উপলক্ষে চীনা জনগণের বিদেশী দেশগুলোর মৈত্রী সমিতি এবং কলকাতায় চীনের কনস্যুলেট জেনারেল, চীনের শেনচেন বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্বভারতীর চীনা ভবনের অধ্যক্ষ অধ্যাপক অভিজিৎ ব্যানার্জি এসবে উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। শত বছর আগে রবীন্দ্রনাথের চীন সফর নিয়ে তিনি কিভাবে মূল্যায়ন করেন? দু’দেশের সম্পর্ক উন্নয়নে চীনাভবন কেমন ভূমিকা পালন করে? এসব বিষয় নিয়ে আলাপ করব অধ্যাপক অভিজিত ব্যানার্জির সঙ্গে। (স্বর্ণা/হাশিম)