চীনের আন্তর্জাতিক রেল-সমুদ্র ট্রেন সার্ভিস ২০২৪ সালে তিন লাখ কনটেইনার পরিবহন করেছে
2024-05-13 15:19:12

মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রেল-সমুদ্র ট্রেন পরিষেবা, যা নতুন আন্তর্জাতিক স্থল-সমুদ্র বাণিজ্য করিডোরের অংশ, চলতি বছর এখন পর্যন্ত তিন লাখের বেশি মানসম্পন্ন কন্টেইনার পণ্য পরিচালনা করেছে। চায়না রেলওয়ে ন্যানিং গ্রুপ কোম্পানি লিমিটেড রোববার এ তথ্য জানিয়েছে।

ছিনচৌ বন্দর পূর্ব রেলওয়ে স্টেশনের প্রধান হুয়াং চিয়াংনান, বলেন, "এই বছর রেল-সমুদ্র ইন্টারমডেল ট্রেন পরিষেবার মাধ্যমে চীন থেকে রপ্তানি করা পণ্যগুলোর মধ্যে প্রধানত সিছুয়ান, কুয়াংসি এবং ছোংছিং শহরে উত্পাদিত অটো যন্ত্রাংশ, মোটরসাইকেল এবং পাওয়ার জেনারেটর রয়েছে। আমদানি করা পণ্যগুলোর মধ্যে প্রধানত ইন্দোনেশিয়ান শর্টনিং এবং ভিয়েতনামী পাল্প ছিল। ইন্টারমডেল ট্রেনগুলো মোট পরিবহন করেছে ১ হাজার ১৪৩টি বিভিন্ন ধরনের আমদানি-রপ্তানি পণ্য।’

২০১৭ সালে চালু হওয়া নতুন আন্তর্জাতিক স্থল-সমুদ্র বাণিজ্য করিডোর একটি বাণিজ্য ও লজিস্টিক প্যাসেজ যা পশ্চিম চীন এবং আসিয়ান সদস্যদের প্রাদেশিক-স্তরের অঞ্চলে নির্মিত।

বাণিজ্য করিডোরটি চীনের ১৮টি প্রাদেশিক ও আঞ্চলিক পর্যায়ের ৭২টি শহরকে সংযুক্ত করছে এবং ১২১টি দেশ ও অঞ্চলের ৫০৩টি বন্দরে প্রসারিত হয়েছে।

শান্তা/মিম