বুদাপেস্টে “‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা” শীর্ষক বার্ষিক সম্মেলন
2024-05-13 14:43:15

সম্প্রতি, ‘বেল্ট অ্যান্ড রোড’ ইকনোমিক ইনফরমেশান শেয়ার নেটওয়ার্কের পূর্ব ইউরোপ যোগাযোগ কার্যালয়, হাঙ্গেরির বুদাপেষ্টে “চীন-হাঙ্গেরি ‘বেল্ট অ্যান্ড রোড’ বাস্তবায়নের সহযোগিতা” শীর্ষক বার্ষিক সম্মেলন আয়োজন করে।

হাঙ্গেরির এটিভি গ্রুপে অবস্থিত কার্যালয়টি এক্ষেত্রে সংযোগস্থলের ভুমিকা পালন করে; ইউরোপের বিভিন্ন দেশের শেয়ার নেটওয়ার্কের সদস্যসংস্থাগুলোর শক্তি মিলিয়ে, স্থানীয় অর্থনৈতিক তথ্য সংগ্রহ, থিম কার্যক্রম ও বিজনেস ম্যাচিংসহ  বিভিন্ন পদ্ধতিতে, তথ্য-যোগাযোগ বেগবান করে; চীন-ইউরোপ বাণিজ্যিক লজিস্টিক, তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি এবং সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের গভীর যোগাযোগ ও বাস্তব সহযোগিতা শক্তিশালী করে।

হাঙ্গেরি ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে দৃঢ় অংশগ্রহণকারী ও সমর্থনকারী। সবচেয়ে আগে চীনের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতামূলক দলিল স্বাক্ষর করা ইউরোপীয় দেশ হিসেবে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাথে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়নে অংশ নিচ্ছে দেশটি। অর্থনীতি, অর্থ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতাও দিন দিন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে উঠছে।

চলতি বছর চীন ও হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। ‘বেল্ট অ্যান্ড রোড’ অর্থনৈতিক তথ্য শেয়ার নেটওয়ার্কের হাঙ্গেরিতে পূর্ব ইউরোপ যোগাযোগ কার্যালয় স্থাপনের বিশেষ তাত্পর্য আছে। ২০১৯ সালের জুনে সিনহুয়া বার্তা সংস্থা শেয়ার নেটওয়ার্কটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এর লক্ষ্য হলো, তথ্য ভাগাভাগির মাধ্যমে, পারস্পরিক সমঝোতা বাড়িয়ে, আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের পারস্পরিক কল্যাণ বেগবান করা। বর্তমানে ৩৭টি দেশ ও অঞ্চলের ৬১টি সংস্থা এতে যোগ দিয়েছে।

হাঙ্গেরির ডুনা মিডিয়া সার্ভিস প্রোভাইডার এবং মিডিয়া সার্ভিস অ্যান্ড সাপোর্ট ট্রাস্ট ফান্ডসহ পাঁচটি হাঙ্গেরিয়ান সংস্থা একে একে শেয়ার নেটওয়ার্কে যোগ দেয়। ইউরোপের অন্য যে-কোনো দেশের চেয়ে এ সংখ্যা বেশি।

জানা গেছে, পূর্ব ইউরোপ যোগাযোগ কার্যালয় কর্তৃক স্থাপিত ‘বেল্ট অ্যান্ড রোড’ অর্থনৈতিক তথ্য শেয়ার নেটওয়ার্ক দ্বিতীয় আঞ্চলিক যোগাযোগ প্ল্যাটফর্ম। গত বছরের সেপ্টেম্বরে ‘বেল্ট অ্যান্ড রোড’ অর্থনৈতিক তথ্য শেয়ার নেটওয়ার্কের প্রথম যোগাযোগ কার্যালয় শাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

চীন ও হাঙ্গেরির “‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়ন সহযোগিতা” শীর্ষক বার্ষিক সম্মেলন, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের ব্যবস্থাপনায়, সিনহুয়া বার্তা সংস্থা ও হাঙ্গেরির এটিভি গ্রুপের উদ্যোগ। চীন ও হাঙ্গেরির সরকারি বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, এবং বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ, এ সম্মেলনে চীনের সাথে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন।