চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রেশম খামার ভ্রমণ
2024-05-09 20:00:03

প্রাচীনকাল থেকে কুয়াংসি এলাকায় রেশমপোকা লালনপালন ও তুঁত গাছ চাষাবাদের ইতিহাস রয়েছে।স্থানীয় সুন্দর ও উষ্ণ প্রাকৃতিক পরিবেশ এ শিল্পের উন্নয়নে বেশ উপযোগী।


কুয়াংসি হ্যছি শহরেরর বামা, ইচৌ আর ফেংশান জেলায় প্রায় ৩০ হাজারের বেশি কৃষক পরিবার রয়েছে। রেশমপোকা লালনপালন করে ২ হাজারের বেশি কৃষক পরিবারে দারিদ্র্যমুক্ত হয়েছেন। স্থানীয় রেশম কাঁচামালের মান বেশ ভালো, তবে প্রক্রিয়াকরণের প্রযুক্তি ততো উন্নত নয়। তাই এখানকার রেশম কাঁচামাল অধিকাংশই বিদেশে রপ্তানি করা হয় এবং বাকিগুলো হাংচৌ শহরের আধুনিক রেশম কারখানায় বিক্রি করা হয়।

 

আধুনিক প্রযুক্তি ও শিল্পায়নের সাথে সাথে বর্তমানে ইচৌ জেলার রেশম কারখানা কুইট, পায়জামা ও স্কার্ফসহ বিভিন্ন রেশম পণ্যদ্রব্য উৎপাদন করতে সক্ষম, এর ডিজাইন ও মান বেশ ভালো এবং দামও তুলনামূলক সস্তা।

 

সুন্দর ও পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ আর আধুনিক প্রযুক্তির উন্নয়নে স্থানীয় রেশম শিল্প দ্রুত উন্নত হবে বলে আশা করা যায়।(সুবর্ণা/হাশিম/রুবি)