বেলগ্রেডে ‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ)’
2024-05-08 14:25:03

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সার্বিয়ায় সফরে যান স্থানীয় সময় ৭ মে। এদিন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর ‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ)’-এর উদ্বোধনী অনুষ্ঠান সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ অনুষ্ঠানের সাফল্য কামনা করে একটি ভিডিও-বার্তা পাঠান।

‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ)’-এর মূল বিষয়গুলো হল অভিন্ন সমৃদ্ধি, পরিবেশগত সভ্যতা, ইত্যাদি। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ, প্রবন্ধ ও সংলাপে সি চিন পিং কর্তৃক ব্যবহৃত প্রাচীন বইয়ের ক্লাসিক উদ্ধৃতি ও কথামালা তুলে ধরা হয়। এসব উদ্ধৃতিতে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সি চিন পিংয়ের গভীর শ্রদ্ধা প্রতিফলিত হয়। তিনি এসব উদ্ধৃতির মাধ্যমে চীনা সভ্যতার অনন্য আধ্যাত্মিকতা, নতুন যুগে এর অর্থ, এবং বৈশ্বিক মূল্যবোধকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে দেওয়া ভিডিও-ভাষণে সি চিন পিংকে সার্বিয়ায় স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ভুচিচ বলেন, সার্বিয়া-চীন বন্ধুত্ব জোরদারে সিএমজি-র মহান প্রচেষ্টার জন্য তাঁর দেশ কৃতজ্ঞ। সিএমজি-কে তিনি স্বাগত জানান। ভবিষ্যতে বিভিন্ন উপায়ে আলোচনা ও বিনিময়ের মাধ্যমে, সার্বিয়া-চীন বন্ধুত্বকে একটি নতুন স্তরে উন্নীত করার ব্যাপারে তিনি আশাবাদও ব্যক্ত করেন।

চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং অনুষ্ঠানে বলেন, চীন-সার্বিয়া একসাথে দুঃখ ভাগাভাগি করেছে। এ কারণেই দু’দেশ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। ‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ)’ সার্বিয়ার বন্ধুদেরকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও চীনের সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করবে। চীন ও সার্বিয়ার আরও বেশি অনুষ্ঠান উভয় দেশের দর্শক-শ্রোতাদের জন্য প্রদর্শন করতে ইচ্ছুক সিএমজি। 

সার্বিয়ান সংস্কৃতিমন্ত্রী নিকোলা সেলেকোভিচ অনুষ্ঠানে বলেন,  সার্বিয়া ও চীনের সুদীর্ঘকালের ইতিহাস ও দুর্দান্ত সভ্যতা রয়েছে। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিশাল সুপ্তশক্তি ও দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সার্বিয়া ও চীনের সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠতর হয়েছে এবং আরও বেশি সার্বিয়ান মানুষ চীনা ভাষা শিখতে শুরু করেছেন এবং চীনা সংস্কৃতির প্রেমে পড়েছেন। ‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ)’ দু’দেশের সাংস্কৃতিক বিনিময়ের এক চমত্কার উদাহরণ। এর মাধ্যমে সার্বিয়ান দর্শক-শ্রোতারা ঐতিহ্যবাহী চীনা ক্লাসিকের চেতনা অনুভব করতে পারবেন এবং চীনা সভ্যতার বিস্তৃতি ও গভীরতা উপলব্ধি করবেন। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সমৃদ্ধ চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান এবং বহুমুখী মানবিক বিনিময় তত্পরতা, দু’দেশের সম্পর্কের আরও উন্নয়নে, প্রবল সাংস্কৃতিক উপাদান সরবরাহ করবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

সার্বিয়ায়  নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি মিং অনুষ্ঠানে এক ভিডিও-ভাষণে বলেন, দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের যৌথ যত্ন ও কৌশলগত দিকনির্দেশনায়, চীন ও সার্বিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী পুনরুজ্জীবিত হয়েছে এবং দু’দেশের সম্পর্ক উচ্চ স্তরে পৌঁছেছে। চীন ও সার্বিয়ার মিডিয়া-বন্ধুরা এবার সিএমজি’র তৈরী ‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ)’ সার্বিয়ায় সফলভাবে প্রচারের মাধ্যমে, দু’দেশের বন্ধুত্বপূর্ণ মতৈক্য আরও ঘনিষ্ঠ করে মানবিক বিনিময়ের সেতু স্থাপন করবেন, যাতে মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলায় বুদ্ধি ও শক্তি যোগানো সম্ভব হয়।

‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ)’-এ বিদেশীদের জন্য সহজ ও সরল ভাষায় চীনা জাতির সভ্যতার ক্লাসিক সাহিত্যকে তুলে ধরা হয়েছে। সিএমজি’র সংবাদদাতারা সরাসরি ক্লাসিকাল জায়গায় গিয়ে, বিদেশী অতিথিদের সঙ্গে কথোপোকথনের মাধ্যমে, এক বাস্তব, সার্বিক ও সমৃদ্ধ নতুন সময়পর্বের চীনকে তুলে ধরেছেন। সার্বিয়ার সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ‘রাজনীতি’ গতকাল এক প্রতিবেদনে বলেছে, আজ (বুধবার) থেকে সার্বিয়ার রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনের প্রথম চ্যানেলে ‘সি চিন পিংয়ের পছন্দের সাহিত্যিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ)’ প্রচার করা হবে। এর সংশ্লিষ্ট বিষয় এবং অন্যান্য প্রচার-ভিডিও ইউরোপ ও বিশ্বের শতাধিক প্রধান মিডিয়ায়ও পর্যায়ক্রমে প্রচার করা হবে। 

(অনুপমা/ওয়াং হাইমান/আলিম/ছাই)