‘ঘুরে বেড়াই’ পর্ব- ৬৯
2024-05-07 10:00:09

এবারের পর্ব সাজানো হয়েছে   

১। মে দিবসের ছুটিতে চাঙ্গা চীনের পর্যটন

২। পর্যটক আকৃষ্ট করছে পাঁচ হাজার বছরের পুরনো গাছ

৩। টুকরো খবর-

·       চীনা নাগরিকদের জন্য ভিসা ছাড়ের ঘোষণা কিউবার

·       দক্ষিণ কোরীয়দের জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠছে চীন

 

বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি। কতো-শতো দেশ, কতো সংস্কৃতি, কতো ভাষা, কতো পেশা,.... কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না, ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’ 

‘একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু...’সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন "ঘুরে বেড়াই"।

দেশ-বিদেশের দর্শনীয় স্থান, সেখানে ভ্রমণের অভিজ্ঞতা, এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ‘ঘুরে বেড়াই’।     

ঘুড়ে বেড়াই অনুষ্ঠানের ৬৯তম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি, আফরিন মিম।   

১। মে দিবসের ছুটিতে চাঙ্গা চীনের পর্যটন

মহান মে দিবসের ছুটির সঙ্গে সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উদযাপন করেছেন চীনের জনগণ। এই ছুটিকে নানা ভাবে উপভোগ করেছেন চীনের মানুষ। ভ্রমণপ্রিয় চাইনিজরা এ সময় বেড়িয়েছেন নানা স্থানে।

 

ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ব্যবহার করে পর্যটন শিল্পকে জমিয়ে তুলেছে শায়ানসি প্রদেশ।

শায়ানসি প্রদেশ ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।  টেরাকোটা সৈন্যবাহিনী, সম্রাট ছিন  হুয়াংয়ের সমাধি এবং এখানকার মিউজিয়াম সারা বিশ্বে বিখ্যাত।

শায়ানসির বিভিন্ন দর্শনীয় স্থানে পাঁচটি থিমে পাঁচশর বেশি ইভেন্ট পরিচালনা করা হয়েছে। ফলে বেড়েছে পর্যটকের সংখ্যা। প্রাচীন সড়কে ঘোরাঘুরি, চীনের ঐতিহ্যবাহী জীবনের আমেজ উপভোগ, শপিং মলে কেনাকাটা, বিভিন্ন বাগানে পর্যটন, ফল ও সবজির খামারে নিজে হাতে ফল তোলা, সবজি তোলা, ক্যাম্পিং এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেছেন পর্যটকরা।

শায়ানসির প্রাদেশিক রাজধানী সিআনের রয়েছে তিন হাজার একশ বছরের সমৃদ্ধ ইতিহাস। চীনের ইতিহাসের ১৩টি রাজবংশের শাসনামলে সিআন ছিল রাজধানী।

এখানকার সুপ্রাচীন নগর প্রাচীর দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন। জায়ান্ট ওয়াইল্ড গুজ প্যাগোডাসহ আরও অনেক ঐতিহাসিক প্রত্নতাত্বিক স্থান শায়ানসির পর্যটন আকর্ষণকে বাড়িয়ে তুলেছে।

শায়ানসির মতো চীনের অন্যান্য প্রদেশেও মে দিবসের ছুটিতে চলছে নানা রকম পর্যটন আকর্ষণ। ফ্লাওয়ার টুরিজম বা ফুলের শোভা দেখার জন্য বিশেষভাবে  ভ্রমণ করছেন ভ্রমণপ্রিয় চীনারা। টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগের জন্য মে দিবসের ছুটিতে বিভিন্ন পার্ক ও ফুলের বাগানে গিয়েছেন তারা।

পাঁচ দিনের এই ছুটিতে যেমন বেড়েছে দূরপাল্লার পর্যটন তেমনি বিভিন্ন শহরের স্থানীয় অধিবাসীরা যাচ্ছেন কাছাকাছি পার্ক, সিনিক স্পট, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান, মিউজিয়াম ও থিম পার্কে।

পর্যটন শিল্পকে চাঙা করতে এ বছর সাংস্কৃতিক পর্যটনকে গুরুত্ব দেয়া হয়েছে। ফলে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ঐতিহ্যবাহী পোশাকে সাংস্কৃতিক পরিবেশনা দেখা গেছে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে। ঘোড়ায় চড়া, মন্দির মেলা, বিভিন্ন জাতিগোষ্ঠীর বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, অপেরা ইত্যাদি উপভোগ করেছেন পর্যটকরা।

বিশেষ করে ফুলের বাগানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।এভাবেই ছুটি উপভোগে মেতে উঠেছিলেন চীনের মানুষ।  

প্রতিবেদন- শান্তা মারিয়া

সম্পাদনা- আফরিন মিম

 

২। পর্যটক আকৃষ্ট করছে পাঁচ হাজার বছরের পুরনো গাছ

 

উত্তর-পশ্চিম চীনে সম্রাট হুয়াংতির সমাধি। এই সমাধির কাছে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো একটি গাছ। যার নাম আরবোভাইটি। ১৯ মিটার লম্বা এবং সাড়ে ১১ মিটারেরও বেশি চওড়া গাছটির বয়স ৫০০০ বছর।

প্রতি বছর শত শত পর্যটক আসেন গাছটি এক নজর দেখতে। স্থানীয় পর্যটন বিভাগের কর্মকর্তা লিউ প্যানের মতে, লোকমুখে প্রচলিত আছে গাছটি সম্রাট নিজেই রোপণ করেছিলেন। 

সম্রাট হুয়াংতির আরেক নাম ইয়েলো এম্পেরর। ধারণা করা হয় হুয়াংলিংয়েই আছে তার সমাধি। বলা হয়, এই সম্রাট হুয়াংতি চীনা সভ্যতার প্রতিষ্ঠাতা এবং চীনা জনগণের পূর্বপুরুষ হিসেবেও বিবেচনা করা হয় তাকে। 

১৯৯৮ সালে চীনের ১০০টি বিখ্যাত গাছের একটি তালিকা করা হয়। তাতে জনপ্রিয়তার শীর্ষে থাকে এ গাছ।

ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, মন্দিরের অন্যান্য প্রাচীন আরবোভাইটির মতো এ গাছটিও প্রাকৃতিকভাবে জন্মায়নি, এটাকে রোপণ করা হয়েছিল।

২০১৭ এবং ২০২৩ সালের এক রাডার পরীক্ষায় যখন দেখা গেল গাছটির শিকড় ও শাখা-প্রশাখা অনেকদূর ছড়িয়ে আছে, তখন এটাকে সংরক্ষিত করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাচীন এই গাছটির জিন সংগ্রহ করে তা থেকে আরও কিছু আরবোভাইটির ক্লোন করা হয়েছে।

ছিয়াওশান পর্বতের মন্দিরে ৮৩ হাজারেরও বেশি আরবোভাইটির বন রয়েছে, যার মধ্যে ৩০ হাজারেরও বেশি গাছের বয়স হাজার বছর। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সম্রাট হুয়াংতির ভক্তরা এ গাছগুলো রোপণ করে আসছে। 

প্রতিবেদন- হোসনে মোবারক সৌরভ

সম্পাদনা- ফয়সল আবদুল্লাহ

 

৩। টুকরো খবর-

 

·       চীনা নাগরিকদের জন্য ভিসা ছাড়ের ঘোষণা কিউবার

 

চলতি মাস থেকে সাধারণ পাসপোর্টধারী চীনা নাগরিকদের জন্য ভিসা ছাড় দেবে কিউবা। শনিবার ৪২তম কিউবা আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশটির পর্যটনমন্ত্রী জুয়ান কার্লোস গার্সিয়া এই ঘোষণা দেন।

 

 

কিউবার সিগো ডি আভিলা প্রদেশের কায়ো কোকোর সমুদ্র তীরবর্তী রিসোর্টে অনুষ্ঠিত এই মেলায় চীনকে সম্মানিত অতিথি দেশ হিসেবে ঘোষণা দেন গার্সিয়া।

 

মন্ত্রী জানান, চীন-কিউবার মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে ১৭ মে।

কিউবার পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত কিউবা ভ্রমণ করেছেন ১০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক। চলতি বছর ৩৫ লাখ আন্তর্জাতিক পর্যটক পাওয়ার প্রত্যাশা করছে সরকার।

 

 

·       দক্ষিণ কোরীয়দের জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠছে চীন

 

ছুটির মৌসুমে চীনে বুকিং বাড়ছে দক্ষিণ কোরীয় পর্যটকদের। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে এ তথ্য।

 

বিশেষ করে, চীনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ, নতুন নতুন খাবারের স্বাদ গ্রহণ এবং বিমানভাড়া তুলনামূলক কম হওয়ায় এ প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে ওই সমীক্ষায় উঠে এসেছে।

 

সম্প্রতি দেশটিতে শ্রম দিবস ও শিশু দিবস মিলিয়ে মোট ছয়দিনের সরকারি ছুটি মিলেছে। দক্ষিণ কোরীয়ার ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্যানুসারে, লম্বা এই ছুটিতে দক্ষিণ কোরিয়া থেকে ১১ লাখ ২০ হাজারেরও বেশিবার অভ্যন্তরীণ এবং বহির্গামী যাত্রী আসা-যাওয়া করবে।

 

দক্ষিণ কোরিয়ার ট্র্যাভেল এজেন্সিগুলোর সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর মে মাসে চীনে গ্রুপ ট্যুরের জন্য বুকিং ছয় গুণেরও বেশি বেড়েছে। বিশেষ করে চীনের চাংচিয়াচিয়ে জাতীয় উদ্যান পার্ক এবং মধ্য চীনের হুনান প্রদেশের প্রাচীন ফুরং শহরে দেখা যাবে কোরীয় পর্যটকদের ভিড়।

 

প্রতিবেদন- আফরিন মিম

সম্পাদনা- ফয়সল আবদুল্লাহ

 

 

ঘুরে বেড়াই অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনা - আফরিন মিম

অডিও সম্পাদনা- রফিক বিপুল

সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী