‘গোপন’
2024-05-07 16:09:22

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্য তুং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ক্য তুং ছিং, ১৯৯০ সালের ১৪ এপ্রিল চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি শাংহাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে, ক্য তুং ছি একক গান ‘আনন্দ’ প্রকাশ করেছেন। সে বছরের ২৪ নভেম্বর, ক্য তুং ছি নিজের প্রথম অ্যালবাম ‘এসওএস’ প্রকাশ করেছেন। ২০১৯ সালের ৫ জুন, ক্য তুং ছি’র অ্যালবাম ‘চিনি’ বাজারে আসে। সেই বছরের ২১ অক্টোবর, তাঁর আরেকটি অ্যালবাম ‘দ্বিতীয় রাস্তা’ রিলিজ হয়।

বন্ধুরা, এখন শুনুন ক্য তুং ছি’র গান ‘গোপন’। গানের কথাগুলো এমন: এটা হল আমাদের গোপনীয়তা। অন্যরা কীভাবে তা বুঝবে? যদি দূরত্ব স্মৃতিকে ঝাপসা করে দেয়। শুধু খুশি হও, তাই যথেষ্ঠ। তুমি যা বলো, তা নিচু কৌশল। তাদের কথায় একমত না। তুমি বলেছিলে আমার কিছু কৌশল শেখা উচিত।  তোমাকে হাসাতে পারি। যে কথাগুলো তোমাকে জানাতে হয় নি, তা আমি এখন লুকিয়ে রাখবো।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ক্য তুং ছি’র কণ্ঠে ‘চীনে পপ সংগীত আছে’। গানের কথায় বলা হয়, আমি কখনই অন্যের উপর নির্ভরশীল হতে চাই না। নিজের জন্য ভালো চা বানাই, আন্তরিকতার সাথে অনুপ্রেরণামূলক গান গাই। হঠাৎ শুনলাম একজন সাধু এসে মনে হল দৈবশক্তি আছে। সে এক রহস্যময় ছন্দে গুনগুন করে উঠল। সে রহস্যময় ছন্দে কথা বলল। সে এক রহস্যময় ছন্দে নাচে। সেখানেও রহস্যময় অশ্রু প্রবাহিত হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ক্য তুং ছি’র কণ্ঠে ‘ক্লোন মানুষ’। গানের কথাগুলো এমন: মার নাড়ি, ঝাপসা হাত,

ফাঁকা স্মৃতি, কিন্তু যুক্তিসঙ্গত। এই মুভির কোন শুরু নেই।  তাহলে এই গল্প কোথায় যায়? তোমার চেহারা শুধুমাত্র বিষয়বস্তু। তুমি মনে হয় হাসছ আর কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরছ। তুমি অভিভূত এবং চিন্তিত। তুমি বলেছিলে তুমি আমাকে ভালবাস, আমি বুঝতে পারি, এবং এখনও রহস্যময় অশ্রু প্রবাহিত হয়।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি ক্য তুং চি’র আরেকটি গান, গানের নাম ‘বাতাসের মধ্যে পাখি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্য তুং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।
(শুয়েই/তৌহিদ)