রোববারের আলাপন:চীনের ম্যারাথনের উন্নয়ন দ্রুতগতিতে হচ্ছে
2024-05-05 06:36:36


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ এবং তৌহিদ।


বন্ধুরা, চলতি বসন্তকালে ২৩ ও ২৪ মার্চ সাপ্তাহিক ছুটিতে, চীনে ২০টিরও বেশি ম্যারাথনের আয়োজন করা হয়েছে! দেশজুড়ে দু’লাখেরও বেশি দৌড়বিদ এসব ম্যারাথনে অংশ নেন। পরবর্তী সাপ্তাহিক ছুটিতে তথা ৩০ ও ৩১ মার্চ, সি চিয়াং চুয়াং ম্যারাথন, ইয়াং চৌ হাফ-ম্যারাথনসহ প্রায় ৪০টি ম্যারাথন আয়োজিত হয়েছে।  

সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে চীনে মোট ৬৯৯টি ম্যারাথন আয়োজিত হয়। এগুলোতে ৬০ লাখ ৫১ হাজার ৯০০ দৌড়বিদ অংশ নেন। এতে প্রমাণিত হয় যে, চীনের দৌড় প্রতিযোগিতা জনপ্রিয় খেলা।  

এ দিকে, অধিকাংশ দৌড়প্রেমী সাংবাদিককে জানান, তারা সম্প্রতি এ খেলায় অংশ নিয়েছেন। এতে অংশগ্রহণে তাদের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যের উন্নতি।

ম্যারাথনপ্রেমী সিয়াং ফাং বলেন, “এ থেকে আমার বড় অর্জন হচ্ছে সুস্থতা। শুরুতে আমি মাত্র ২ বা ৫ কিলোমিটার দৌড়াতে পারতাম। আজ আমি পুরো ম্যারাথনে অংশগ্রহণ করেছি, আমি বোধ করি আমার শরীরও অনেক সুস্থ হয়ে উঠেছে, প্রতিদিনে জীবনের চাপও মনে হয় অনেক কমে গেছে।”


ভাই, আমি নিজেও একজন দৌড়প্রেমী। সত্যি আমিও মনে করি দৌড় থেকে আমার বড় অর্জন হচ্ছে সুস্থতা এবং আনন্দ। আপনিও দৌড় পছন্দ করেন আমি জানি। এখাতে আপনি কি মনে করেন?

তৌহিদ: 

আপনি চীনে বা বাংলাদেশে বা ইরানে, দৌড় সম্পর্কিত মজার কিছু স্মৃতি আমাদের কিছু বলতে পারবেন কি?

তৌহিদ:…

চীন দৌড় এ খেলাধুলা অনেক গুরুত্ব দেয়। পার্ক, দৌড়ের ট্র্যাক-সহ নানা স্থাপনা বা সুবিধা মানুষদের প্রদান করা হচ্ছে এবং অব্যাহত উন্নত করছে। এখাতে আপনি চীনের অভিজ্ঞতা আমাদের ভাগাভাগি করতে পারবেন কি?

তৌহিদ:.. 

সংগীত

বন্ধুরা, চীনের জনগণের জীবন আসলে কি রকমের ? আমরা এ সম্পর্কিত একটি খবর আপনাদের সাথে শেয়ার করব, কেমন?


২০২১ সাল থেকে দেশব্যাপী ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ নির্মাণে বাণিজ্য মন্ত্রণালয়সহ একাধিক বিভাগ কাজ করে আসছে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুসারে, এ বছরে দেশের ৭০ শতাংশেরও বেশি শহরে ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্তে’র নির্মাণকাজ এগিয়ে নেয়া হবে। 

‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্তে’র অর্থ হচ্ছে বাসিন্দারা বাসা থেকে বের হয়ে ১৫ মিনিটের মধ্যে দ্রুত বিনোদন, কেনাটানা, ক্রীড়াসহ নানা চাহিদা পূরণ করতে পারবেন। 

এ বছর, দেশের হেই লং চিয়াং প্রদেশ আবাসিক এলাকায় জনগণকে সুবিধা দেয়া বিষয়ক সেবা কার্যক্রমের উন্নয়ন করছে। ২০২৫ সাল পর্যন্ত, শহরের ৯০ শতাংশ আবাসিক এলাকায় ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ বাস্তবায়িত হবে। 


দেশের দক্ষিণাঞ্চলের চিয়াং সু প্রদেশের রাজধানী নান চিংয়ে, ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ উন্নয়নে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা চু সু কে জানান, ‘আমরা আবাসিক ভবন থেকে নামার পর, এই ছোট স্কোয়ারে গিয়ে পোশাক, ছাতা, জুতা ঠিক করাতে পারব, আমাদের বাচ্চারা স্কুল থেকে ফিরে আসার পর, এখানে খেলাধুলাও করতে পারবে। এ ছাড়া আমাদের এলাকার বয়স্করা শাকসবজি কেনার পর, এখানে এসে বসতে পারবেন।


ভাই, আপনি চীনে অনেক বছর ধরে বসবাস করছেন। এ খাতের আপনি নিজের অভিজ্ঞতা আমাদের সাথে বলতে পারবেন কি?

তৌহিদ:..

আসলে এখন অনলাইন কেনাকাটা চীনে অনেক উন্নত হচ্ছে। এতে মানুষদের জীবন আরও সুবিধাজনক হয়েছে। ঘরে বসে সব জিনিস কেনা যায়। এখাতে চীনে আপনার অভিজ্ঞতা আমাদের জানাবেন কি?

তৌহিদ:...

(আকাশ/তৌহিদ/ফেইফেই)